ডেস্ক রির্পোটঃ বিনোদন বিভাগ
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে এ.এইচ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে “শুধু তোমাকেই ভালোবাসবো” শিরোনামে মিউজিক ভিডিও। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ফারদিল হানিফ, ইসরাত জাহান সোনিয়া ও নবাগত মডেল সোয়েব।
“শুধু তোমাকেই ভালোবাসবো” শিরোনামের গানটির কন্ঠ দিয়েছেন এম, এইচ জাহাঙ্গীর। এরিমধ্যে মিউজিক ভিডিও টি দর্শকমহলে বেশ আলোচিত হয়েছে। মিউজিক ভিডিও সম্পর্কে ফারদিল হানিফ বলেন- আসলে মিউজিক ভিডিওতে এই প্রথম কাজ করলাম। তাও আবার আমরা দুই বন্ধু একই গানের মডেল, বিষয়টি যেমন আনন্দের তেমনি গানটি নিয়ে আমরা দুজনেই বেশ আশাবাদি। মডেল সোয়েব বলেন- মিউজিক ভিডিও দিয়ে মিডিয়ায় আমার পথ চলা শুরু। পড়াশুনা আর থিয়েটার নিয়ে ব্যাস্ত থাকায় খুব একটা সময় বের করতে পারি না। তবুও চেষ্টা করবো মিডিয়াতে নিয়মিত হবার। অভিনয়ের উপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তরুন এই মডেল। অন্যদিকে প্রখ্যাত নির্মাতা অঞ্জন আইচের ভয়ংকর মানুষ, লাকী ভাই এন্ড কোম্পানি, কাজী সালামের জোৎস্নায় জোনাকীসহ বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেন ফারদিল হানিফ। শুধু ছোট পর্দা নয় এরিমধ্যে বড়াপর্দায় অভিষেক ঘটেছে তার। অঞ্জন আইচের ‘আগামীকাল’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে তাদের দুজনের জন্যই একটা সুখবর অপেক্ষা করছে। একই সঙ্গে নতুন একটি চলচ্চিত্রের চুক্তিবদ্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানান এই দুই মডেল ও অভিনেতা।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108