জহির আহমেদের “অনুভবে তুমি” মুক্তি পেল ভালোবাসা দিবসে

2
548

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ

ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে জহির আহমেদের নতুন গান “অনুভবে তুমি”। গানটি পরিচালনা করেছেন আমিনুর ইসলাম আপন। গানের সুর ও কম্পোজিশন করেছেন মীর হাসান স্বপন। গানটি লিখেছেন জহির আহমেদ। কন্ঠ দিয়েছেন জহির আহমেদ ও রাবেয়া সুবর্ণা। লেভেলঃ আপন ফিল্মস।

কন্ঠশিল্পী জহির আহমেদের এটিই প্রথম গান। তিনি দীর্ঘদিন ধরে থিয়েটারের সাথে জড়িত। একই সঙ্গে গানের সাথে তার সংযুক্ততা ২০০৯ সাল থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ ১০ বছর সাধনা করার পরে গান করলাম দর্শকদের জন্য।” গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রাজু ও তুবা মণি। মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে গাজীপুরের মনোরম পরিবেশে। গানটি প্রেমের গান এবং রিলিজ করা হয়েছে ভালোবাসা দিবসে। এ ব্যাপারে কন্ঠ শিল্পী জহির আহমেদ বলেন, “ভালোবাসার মানুষগুলো সব সময় অনুভবে মিশে থাকে হৃদয়ের গহীনে। প্রিয় মানুষগুলোর জন্য আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস মনে হয়। সুস্থ মানষিকতা আর অগাধ বিশ্বাসই কেবল একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। আমি চাই প্রত্যেকের প্রতিটা সম্পর্ক যেন সারাজীবন টিকে থাকে। ভালো থাকুক সব সময় ভালোবাসার মানুষ গুলো। ভেদাভেদ ভুলে ভালোবাসায় ভরে থাকুক এই পৃথিবী।”

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108