কোলকাতায় ‘একটু একটু করে’ কণ্ঠ দিলেন হট মডেল মান্নাত

0
540

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ

মান্নাত পুরো নাম এঞ্জেলিনা জ্যাস মান্নাত সৃষ্টি একাধারে একজন অভিনেত্রী, মডেল, কন্ঠশিল্পী ও উপস্থাপিকা।
সব প্লাটফর্মই যেন তার নখ দর্পণে। মেধাবী এই গায়িকা ও মডেল বলেন, আমি সব প্লাটফর্মেই পা রেখেছি নিখুঁতভাবে।
সম্প্রতি তিনি কোলকাতার একটি গানেও কণ্ঠ দিয়েছেন। গানের নাম ‘একটু একটু করে’।
এতে সুর করেছেন রবিন ইসলাম, গানটি লিখেছেন সবুজ। গানটিতে মান্নাত সৃষ্টির সঙ্গে কন্ঠ দিয়েছেন পার্থ চক্রবর্তী।
 
গানটির রেকর্ডিং হয়েছে কোলকাতায় এবং শুটিং হয়েছে বাংলাদেশে। গানটি রিলিজ হয়ে গেছে অনেক দিন আগেই।
বর্তমানে তিনি গান, মডেলিং সব কিছু নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108