প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ
এভিআই মিউজিকের ব্যানারে এই প্রথম তিন পর্বের হরর ওয়েব সিরিজ নির্মাণ করা হলো “ভোগ” শিরোনামে। এটি রচনা করেছেন চাষী আরিফুল ইসলাম এবং পরিচালনা করেছেন এস এম রুবেল রানা। ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আয়েশা চৌধুরী।
তার চরিত্র সম্পর্কে আয়েশা বলেন, “গল্পটিতে আমার চরিত্রের নাম মায়া। মায়া একটি গ্রাম্য মেয়ে। সে নানা ভাবে তার আশেপাশের মানুষের দ্বারা নির্যাতিত হয়। এক পর্যায়ে সে আত্মহত্যা করে এবং তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেয়ার জন্য ফিরে আসে এবং বিভিন্ন ভৌতিক ঘটনা তৈরি করে।” আয়েশা চৌধুরী আরো বলেন, “প্রথম এ রকম একটি ওয়েব সিরিজে কাজ করতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত।
এর আগে বিভিন্ন চরিত্রে কাজ করলেও ভূত হবার অভিজ্ঞতা এই প্রথম। কনকনে শীতের রাতে একটানা শুটিং হয়েছে। অনেক পরিশ্রম করেছি ওয়েব সিরিজটির জন্য, তবে অনেক ভালো লেগেছে। ভৌতিক পরিবেশ, ভূতের কস্টিউম, আমাদের রাতে শুটিং করা এ সব কিছুই আমি অনেক বেশি উপভোগ করেছি। আমার এবং আমাদের ইউনিটের সবার পরিশ্রম স্বার্থক হবে যদি দর্শক এটি দেখে এবং পছন্দ করে।”
এটি মূলত তিন পর্বের। যার প্রথম পর্ব ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে। দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাবেন বলে আশা করেন জানতে চাইলে আয়েশা বলেন, ” যারা আহট দেখেছেন এবং হরর মুভি দেখতে পছন্দ করেন তাদের অবশ্যই এটি ভালো লাগবে। ইন্ডিয়ান হরর সিরিয়ালগুলো দেখলে আমরা যেমন শিহরিত হই, এই ওয়েব সিরিজটি দেখলে দর্শকরা বুঝতে পারবে বাংলাদেশেও এখন এরকম কাজ হচ্ছে। কিন্তু তা বুঝতে হলে অবশ্যই “ভোগ” দেখতে হবে।”
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108