অভিনেতা সজলের জন্মদিন পালিতঃ লাইভে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন

0
356

ডেস্ক রির্পোটঃ বিনোদন বিভাগ

মডেল ও অভিনেতা আব্দুন নূর সজল। আজ এই অভিনেতার জন্মদিন। বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র সব জায়গাতেই সমান বিচরণ তার।

বিশেষ এই দিনটি নিয়ে সজল বলেন, আসলে এই দিনটির শুরু হয় আমার পরিবারের মানুষের সারপ্রাইজের মধ্যদিয়ে। এবারো তার ব্যতিক্রম হয়নি। পরিবারের সবাই মিলে রাতে কেক কাটা সহ অনেক মজা করি। আর কিছুক্ষণ পর নানুর বাসায় যাওয়া, সেখানেই আবার সবাই মিলে একটা আড্ডা।

সবচেয়ে মজার ছিল ফেসবুকে বন্ধু-সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা বিনিময়। এ যেন শুভেচ্ছার বন্যা বয়ে গেল। এত এত মানুষের ভালবাসা কোথায় রাখি। কাকে বাদ দিয়ে কাকে উত্তর দেই। এমন দিশে হারা হয়ে তিনি অবশেষে ফেসবুক লাইভে সবার শুভেচ্ছার কৃতজ্ঞতা জানান। এবং সবার সাথে কিছুক্ষণ আড্ডাদেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন সজল। বেড়ে উঠেছেন এই শহরেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উচ্চশিক্ষা লাভ করলেও ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কেই। রোমান্টিক, কমেডি কিংবা সিরিয়াস গল্পের নাটকেও অনবদ্য অভিনয় করে দর্শকের মনে নিজের আসন গড়ে নিয়েছেন তিনি।

অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সজল অভিনীত প্রথম সিনেমা তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’। এরপর বাণিজ্যিক ধারার আরও একটি নতুন ছবিতে অভিনয় করেছেন সজল। ‘হারজিৎ’ নামের এই ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সর্বশেষ সজল অভিনয় করেছেন নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বীন’ নামের একটি সিনেমায়।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108