প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন, শিক্ষা ও সাহিত্য বিভাগ
“পথ হারাবে না বাংলাদেশ” অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর লেখা বই এর মোড়ক উন্মোচন হল।২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৪:৩০ মিনিটে এই অনুষ্ঠান সম্পুন্য হয়। মাওলা ব্রাদার্স প্রকাশ করছে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর লেখা পঞ্চম বই “পথ হারাবে না বাংলাদেশ”।
বইটির মোড়ক উন্মোচন হলো বাংলা একাডেমির একুশের বই মেলার সোহ্ রাওয়ার্দী উদ্যান অংশে “মোড়ক উন্মোচন মঞ্চে”। মুলত গত একবছরে সম-সাময়িক ঘটনা প্রবাহ নিয়ে প্রবন্ধগ্রন্থ এটি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমেদ, হাইকোর্ট এর মাননীয় বিচারপতি ওবাইদুল হাসান, হাইকোর্ট এর মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম, অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন, অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বিএসএমএমইউ, বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা পাশা, আই জি, বাংলাদেশ প্রিজন, ভারতীয় রাজ্য সভার মাননীয় সদস্য ঋতুব্রত ব্যানার্জি, আহমেদ মাহমুদুল হক, প্রকাশক, মাওলা ব্রাদার্স ও মামুনুর রশীদ চৌধুরী, সমন্বয়ক, মাওলা ব্রাদার্স। এছাড়া এপার বাংলা ও ওপার বাংলার লেখক গন উপস্থিত ছিলেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108