ডেস্ক রির্পোটঃ স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
সদ্য নিযুক্ত হওয়া এফএম নিউজের রির্পোটার চাঁদ সুলতানা মিমির মা ইন্তেকাল করলেন গত ২০ ফেব্রুয়ারি। ঢাকা মেডিকেলের আইসিউতে রাখা অবস্থায় তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাঁতের ক্যানসারের কারণে তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। মাত্র ৫২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
অসুস্থ মায়ের পাশে ছায়া হয়ে ছিলেন মিমি। চলতি মাস হতে মিমি প্রতিবেদক হিসেবে জয়েন করল এফএম নিউজে। খুব অল্প সময়ে সে তার মেধার জানান দিতে সক্ষম হন। নিত্য নিউজ প্রতিবেদন করছেন দায়িত্বশীলতার সাথে। পুরো এফএম নিউজ পরিবারের নজরে চলে আসেন তিনি। ভালই চলছিল তার। এরি মধ্যে তার পরিক্ষা চলছিল ভার্সিটিতে। অসুস্থ মায়ের শরীর খুব বেশি বেগতিক দেখে তাঁকে আইসিউতে ভর্তি করানো হয়।
একদিন সবাইকে চলে যেতে হবে। তাই অপ্রত্যাশিত ভাবে গত ২০ ফেব্রুয়ারি তিনি মিমিকে একা করে চলে গেলেন। পরের দিন যথারীতি তাঁর লাশ গ্রামের বাড়ী চাঁদপুরে নেয়া হয় দাফন করার জন্য। দাফন সম্পন্ন।
মায়ের মৃত্যুতে এফএম নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং মিমির প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য, মায়ের আগেই তার পিতা মৃত্যুবরণ করেন। পরিবারের ভাইয়েরা আলাদা থাকায় একমাত্র বড় বোন মিমির এখন আশ্রয়। তাই মিমিকে এফএম নিউজ রেগুলার জব হিসেবে জয়েন করার সুযোগ করে দিবে বলে জানিয়েছেন এফএম নিউজ কর্তৃপক্ষ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108
Thank you so much . Go ahead dst Chand….You deserve this
tnx
Comments are closed.