ডেস্ক রির্পোটঃ শিক্ষা ও সাহিত্য বিভাগ
লেখার জগতে নুতনদের জয়জয়কার চলছে। তাদের মাঝ থেকে একজন অন্যতম তরুণ কথাসাহিত্যিক ও নাট্যকার প্রিন্স ইসলাম।
প্রিন্স ইসলাম মূলতঃ ট্রাজেডী, প্রেম ও রোমান্টিকবিষয়ক ঔপন্যাসিক। তিনি ছোটগল্প, অনুগল্প, প্রবন্ধ লেখার পাশাপাশি নাটকের জন্য চিত্রনাট্যও লিখছেন । “সোনালি দরজা” তার প্রথম উপন্যাস। এটি রোমান্টিক ট্রাজেডী ও রুপকথার কাল্পনিক জগতের সংমিশ্রণে লেখা এক হৃদয়ছোঁয়া ট্রাজেডীভিত্তিক প্রেমের উপন্যাস যা গত একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশ করেছেন স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দেশ পাবলিকেশন্স। বলাবাহুল্য, নাট্য নির্মাতা ও পরিচালক এবং ফ্রেন্ডস মিডিয়ার স্বত্ত্বাধিকারী জনাব শাহিন আহমেদ অতিশীঘ্রই লেখকের চিত্রনাট্যে “সোনালি দরজা” উপন্যাসটি নাটকে রুপান্তরিত করতে যাচ্ছেন।
এ বছর নাট্যকার আহমেদ ফারুকের প্রকশনা প্রতিষ্ঠান প্রিয়মুখ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “এমন কেউ এখানে কখনো ছিলনা”। উপন্যাসটিতে একজন বীরঙ্গনা ও যুদ্ধশিশুকে কেন্দ্র করে একটি করুণ চিত্র তুলে ধরা হয়েছে যাতে ৭১ ও ৭১ পরবর্তী একটি নিমর্মতার স্বাক্ষর বহন করেছে উপন্যাসের ঘটনাপ্রবাহে। মহান স্বাধীনতা যুদ্ধে ক্রাক-প্লাটুনের কিছু ঘটনা, মিত্র ভারতীয় বাহিনীর একটি ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। ঘটনাপ্রবাহে চারুকলা ও চিত্রকলাসহ বিখ্যাত কার্টুনিষ্ট রনবীকে নিয়ে কিছু শিক্ষামূলক ঘটনাও রেখেছেন লেখক। মূল ঘটনাপ্রবাহে স্বাধীনতার পরে একজন বীরঙ্গনা নারীকে ও যুদ্ধশিশুকে মেনে নিতে পারেনা সমাজ। একজন যুদ্ধশিশুর চিত্রশিল্পী হয়ে ওঠা ও সমাজের মিথ্যার ভেতর জড়িয়ে যাওয়ার তীব্র নির্মমতা, কিছু ঘৃণ্য পাপীর নির্লজ্জ যৌনতার আদলে ভয়ংকর ষড়যন্ত্র, একটি মিথ্য দিয়ে তৈরী সমাজ, একটি মিথ্যে অপবাদ, ভালবাসা হারানোর এক করুণ গল্প, সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্যকে বানানোর ঘৃণ্য প্রচেষ্টাসহ একটি ঘুণেধরা সমাজের গল্প নিয়ে রচিত হয়েছে উপন্যাস “এমন কেউ এখানে কখনো ছিলনা”। মুক্তিযুদ্ধের আগে ও পরের বেদনাবিধুর পরিস্থিতি নিয়ে সমাজকে নাড়া দিতে লেখক সেটি তুলে ধরতে চেয়েছেন।
হৃদয়ে নাড়া দেয়া এই উপন্যাসটি সবার ভালো লাগবে বলে লেখক আশাবাদ ব্যাক্ত করেছেন।
উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলার ২৪৪-২৪৫-২৪৬ নং ষ্টলে , প্রিয়মুখ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। উপন্যাসটির মূল্যঃ ১৮০ টাকা, ২৫% ছাড়ে। বিকাশে ১০% ক্যাশব্যক। এছাড়াও উপন্যাসটি রকমারী ডট কমে অনলাইন থেকে ক্রয় করা যাবে ২৫% ছাড়ে। রকমারী ডট কমের লিংকঃ https://www.rokomari.com/book/196150/amon-kau-akhane-kokhono-chilona
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108