প্রতিবেদকঃ বিপা চৌধুরি, অনিয়ম ও অপরাধ বিভাগ
জয়নাল আবেদীন নামের একজন ব্যবসায়ী খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়ায়। গত বৃহস্পতিবার আশুলিয়ার দোসাইদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদিনের স্ত্রী এবং ছেলেকে গ্রেপ্তার করেছে।
আশুলিয়া থানার পুলিশ জানিয়েছেন, এক নারীর সঙ্গে জয়নাল আবেদিনের সম্পর্কের জের ধরেই স্ত্রী লাইলী বেগমের সঙ্গে তার বিবাদ চলছিল। একি কারনে ছেলে লিমনের সাথেও সম্পর্ক ভালো ছিলনা জয়নালের। তাদের ভেতর প্রতিনিয়ত কলহ লেগে থাকত। বৃহস্পতিবার বেলা একটার দিকে ঝগরা শুরু হয় তাদের মধ্যে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে লিমন শাবল দিয়ে তার বাবার ঘাড়, চোখ সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এই সময় স্ত্রী লাইলী বেগম ও স্বামীকে মারধর করেন। ফলে জয়নাল অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই বিকালে তিনি মারা যান।
এরপর, মা এবং ছেলে গোপোনে লাশ বাড়িতে নিয়ে দাফোন করার চেষ্টা করেন। এমনকি তারা গোপোনে দাফোন কাজ করার সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করেন। একপর্যায়ে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সরোয়ারদী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ সময় লাইলী এবং লিমনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে জয়নালের ভাই নাজমুল হোসাইন গতকাল শুক্রবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108