প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ
শাহনুর বাংলাদেশ চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা। যশোরের ক্যান্টমেন্টে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় শাহানুরের। বাবা মায়ের ইচ্ছা ছিল- শাহানুর বড় হয়ে একজন বড় মাপের অভিনেত্রী হবেন। তাই খুব ছোট বেলা থেকে নাচ-গানের হাতে খড়ি হয় তার মায়ের কাছ থেকে। ১৯৯৫ সালে টেলিভিশন ম্যাগাজিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহানুর। ২০০০ সালে জিল্লুর রহমানের পরিচালনায় তার প্রথম ছবি জিদ্দি সন্তান দিয়ে বড় পর্দায় আগমন ঘটে এই সুন্দরী নায়িকার। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত এ চিত্রনায়িকা তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার পরিচালনার কাজে নেমেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন শাহনূর। এর নাম “একটি বাংলাদেশ”। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। সম্প্রতি এ চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে।
প্রথমবার পরিচালনা প্রসঙ্গে শাহনূর বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছে ছিল নাটক নির্মাণ করার; কিন্তু সবমিলিয়ে আসলে ব্যাটে বলে হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত এমন একটি কাজ নির্দেশনা দিলাম যার মূল ভিত্তি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প ভাবনা অনেক আগেই আমার মাথায় এসেছিল। আশা করি শিশুদের জন্য নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।
এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এর নাম ‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’। এটি নির্মাণ করেছেন তাজু কামরুল। এ চলচ্চিত্রে শাহনূরের সহশিল্পী হিসেবে আছেন আরমান পারভেজ মুরাদ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108