প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, শিক্ষা ও সাহিত্য বিভাগ
২০১৮ সালের ৭ই নভেম্বর অসহায় সুবিধাবঞ্চিত শিশু, অসহায় মহিলা, এতিম বাচ্চাদের ফ্রি তে পড়াশোনা, থাকা-খাওয়ার ব্যবস্থা করা, চিকিৎসা সেবা প্রদান, বস্ত্রাদি দান ইত্যাদি কার্যক্রম নিয়ে পথচলা শুরু হয় প্রভাতফেরী ফাউন্ডেশনের।
প্রাথমিক ভাবে প্রভাতফেরী ফাউন্ডেশন অল্প সংখ্যক বাচ্চাদের নিয়ে পথচলা শুরু করে। এখন বর্তমানে ৩০+ বাচ্চা এবং ৮/৯ জন বয়স্ক মহিলা প্রভাতফেরী আবাসন প্রকল্পে বসবাস করছেন। ওদের সকল চাহিদা প্রভাতফেরী ফাউন্ডেশন পুরন করার চেস্টা করে।
তাছাড়া প্রভাতফেরী ফাউন্ডেশন মেয়েদের নিয়ে কাজ করছে। এ ফাউন্ডেশন প্রাপ্ত বয়স্ক মেয়েদের মাঝে স্তন্য ক্যান্সার, জরায়ু ক্যান্সার ইত্যাদি সম্পর্কে সচেতনতা মূলক ক্যাম্পিং, আলোচনা সভা, স্যানিটারি ন্যাপকিন বিতরন ইত্যাদি করে থাকে। ফাউন্ডেশনটির ভবিষ্যৎ প্ল্যান হলো সারাদেশে ভ্রাম্যমান/স্থায়ী স্কুল নির্মান করা, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করা।
তাদের লক্ষ্য ঢাকাসহ সারাদেশে কোন পথশিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেনা, কোন শিশু অনাহারে থাকবে না। প্রভাতফেরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে এ.এন.এম খালেদুল আলম ভুঁইয়া। ভাইস চেয়ারম্যান এবং স্কুল সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন আসমা সুলতানা। তাছাড়া ২০+ ভলান্টিয়ার রয়েছে যারা সর্বদা আত্মমানবতার সেবায় কাজ করে আসছে।
বর্তমানে ফাউন্ডেশনটির দুই টি স্কুল ও একটি আবাসন ব্যবস্থা রয়েছে। প্রতিদিন ৪০+ মানুষের ৩ বেলা খাবার ব্যবস্থা করে থাকে প্রভাতফেরী ফাউন্ডেশন। প্রভাতফেরী ফাউন্ডেশন বিশ্বাস করে, “সবাই মিলে সমাজকে পরিবর্তন করা যায়।” তারা মনে করে, দশের লাঠি একের বোঝা। সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি প্রভাতফেরী ফাউন্ডেশনের অনুরোধ যাতে সবাই নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108