শেষ হল বইমেলা ২০২০

0
424

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া শিক্ষা ও সাহিত্য বিভাগ

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর শেষ দিন ছিল গত ২৯ ফেব্রুয়ারি। বইমেলার শেষ দিনে নতুন বই এসেছে ১৮৪ টি। মেলার ২৮তম দিনে নতুন বই এসেছে ৪৯১৯ টি। গেল বারের চেয়ে ৮৫ টি বই বেশি এসেছে এবার। লিপ ইয়ার হওয়ায় এ বছর মেলা ২৯ তম দিনে শেষ হল। তবে বইমেলা অন্যান্য বছরের মত ২৮ দিনই ছিল। কারন ১লা ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়নি। সেদিক থেকে প্রতি বারের মত ২৮ দিন চলেছে মেলা।

অন্যান্য বারের মত এবারও মেলায় গড়ে প্রায় প্রতিদিন ১০০টি বই প্রকাশ পেয়েছে। বইমেলায় শিশুতোষ গ্রন্থের চাহিদা ছিল সবচেয়ে বেশি। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে গতকাল শেষ হয় বাঙালির প্রাণের বইমেলা। বই প্রেমীদের আবার এক বছর অপেক্ষা করতে হবে বইমেলার জন্য। সফল ভাবে কোন প্রকার ঝামেলা ছাড়াই আয়োজিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108