প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, আর্ন্তজাতিক বিভাগ
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারত জুড়ে তোলপাড় চলছে অথচ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই নেই নিজের নাগরিকত্বের কোনো প্রমাণপত্র। চলতি বছরের ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই-এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না। তারই উত্তরে পিএমও-র সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়।এ বিষয়ে প্রথম খবরটি প্রকাশ করে হায়দারাবাদের উর্দু দৈনিক সিয়াসত। সেখানে বলা হয়, প্রবীণ সাংবাদিক সিমি পাশা সংশ্লিষ্ট আরটিআই ও তার উত্তরের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্ব নিবন্ধনের প্রয়োজন না থাকে, তবে অন্যদের কেন থাকবে? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এ জবাবকে ‘অস্পষ্ট’ হিসেবে বর্ণনা করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট।এর আগে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে কম জল ঘোলা হয়নি। দশকের পর দশক ভারতের অধিবাসী হলেও শুধু নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে পারেননি বলে আসামের অনেকেরই ঠাঁই হয়েছে বন্দিশিবিরে। নাগরিকত্ব সনদের ক্ষেত্রে কোনো কথা শুনতে চায়নি প্রশাসন। এখন মোদির মতো করে কেউ যদি দাবি করেন তিনিও জন্মসূত্রে ভারতের নাগরিক, তাহলে তা গ্রাহ্য করা হবে কি না—সে প্রশ্ন তুলেছেন অনেকেই।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108