প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন, অর্থ ও বাণিজ্য বিভাগ
গতকাল (বুধবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ম জাতীয় এসএমই মেলা-২০২০ শুভ উদ্বোধন করেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। ১২ মার্চ পর্যন্ত এ মেলা চলবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ১ম দিন মেলায় ছিল অসংখ্য দেশি-বিদেশি উদ্যোগতা আর ক্রেতার ভীড়।
এবার সারাদেশ থেকে ২৯৬ জন উদ্যোক্তা ৩০৯টি স্টলে তাদের উৎপাদিত পণ্যের বা উদ্যোগের প্রসরা নিয়ে বসেছেন। এসএমই মেলা ২০২০ এ উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী উদ্যোক্তা এবং ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। আর মজার ঘটনা হচ্ছে এই সৃজনশীল মানুষরা নিজেদের উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাতসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সসামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য নিয়ে হাজির হয়েছেন।একজন উদ্যোগতা বলেন স্বদেশী এই সকল পণ্য আমাদের জন্য আশীর্বাদ। কারণ এই বৈশ্বিক রাজনীতি কিনবা ভাইরাস উপদ্রুবে আপনি নির্ ভার থাকুন। কারণ এগুলো দেশীয় কিন্তু শতভাগ কোয়ালিফাই পণ্য যা দেশের চাহিদা মেটাতে সমর্থ হচ্ছে আবার রপ্তানিতেও অবদান রাখছে। আর মজার বিষয় এই মেলায় কোনো বিদেশি পণ্য এ মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা হবে না। আবার এই মেলা শুধুই মেলা নয়। মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচটি সেমিনারের আয়োজন করা হবে। এতে বি টূ বি মিটিং হবে।ক্রেতার সাথে উৎপাদক এর সরাসরি যুক্ত করছেন। মেলা শেষ হবে আগামী ১২ ই মার্চ।
এফএমনিউজ…
আপনারএগিয়েযাওয়ারসঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108