ফরিদপুরে বসছে মানুষ বিক্রির হাট

0
337

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, চাকুরী ও প্রবাসী বিভাগ

অনেক আগেই বিলুপ্ত হয়েছে দাসপ্রথা। কিন্তু এখনও দেশের অনেক জায়গায় হাট-বাজারে পণ্যের মতো দর কষাকষি করে কেনাবেচা হচ্ছে মানুষের শ্রম। ফরিদপুরের গোয়ালচামট ও জনতা ব্যাংকের মোড়ে জমে উঠেছে শ্রম বিক্রির হাট। প্রায় দশ বছর ধরে চলছে এ হাট। প্রতিদিন এ হাটে ভিড় জমান বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে আসা অভাবী মানুষ। আবার আরেক শ্রেণীর মানুষ আসে তাদের কিনতে। শ্রমিকরা জানান, ‘এলাকায় কাজকর্ম নেই। অনাহারে অর্ধাহারে পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে হয়। তাই গ্রাম, পরিবার পরিজন ছেড়ে অন্যত্র মেতে হয় তাদের। ‘দলে দলে সেখানে যান শ্রম বিক্রির জন্য। নিয়োগদাতাদের সঙ্গে চুক্তি করেন দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে। হাট বাজারগুলোতে ঘুরে দেখা যায়, এসব হাটে মানুষের শ্রম কেনাবেচা নিয়ে চলে দর-কষাকষি। দু’পক্ষের মধ্যে কেনাবেচা তথা মজুরির বিষয়ে বনিবণা হলে শেষ হয় বিক্রি পর্ব। শ্রম বিক্রি করা এসব অভাবী মানুষেরা অবস্থাসম্পন্ন মহাজন, কৃষকদের পিছু পিছু তাদের বাড়ি যান।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108