এবার প্রীতম খানের শুধু তুমিঃ গানের মডেল ইসরাত জাহান

0
404

প্রতিবেদকঃ আহমেদ সাব্বির রোমিও, বিনোদন বিভাগ

দ্বিতীয়বারের মতো আবারও গান গাইলেন প্রীতম খানl তার প্রথম গান তোমায় ভালোবাসিl তার প্রথম গানটি ব্যাপক সাড়া ফেলার পর সে এবার দ্বিতীয়বারের মতো গান গাইলেন ‘শুধু তুমি ‘শিরোনামে একটি গানl গানটির খুব সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছেl ‘শুধু তুমি’ গানটি প্রসঙ্গে প্রীতম খান জানান, ”এই গানটি আমার খুব পছন্দের একটি গানl গানটি লিখেছেন রবিউল ইসলাম রবিl মিউজিক করেছেন অনিম খানl সুর করেছেন মাসুম আহ্মেদl এই গানটি খুব সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সেলিম রেজাl খুব সুন্দর একটি গল্প নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছেl আশা করি দশর্কদের গানটি ভালো লাগবেl অল্প কিছুদিনের ভিতরেই গানটি দশর্করা দেখতে পাবেনl” প্রীতম আরও বলেন, “গান এখন শোনার পাশাপাশি দেখারও একটি বিষয় হয়ে দাঁড়িয়েছেl গানে জন্য এখন একটি ভালো মিউজিক ভিডিও করতে হয়l এই বিষয়টা মাথায় রেখেই সুন্দর একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছেl “শুধু তুমি গানটিতে প্রীতম খানের সাথে মডেল ছিলেন ইসরাত জাহানl গানটি ঢাকা এবং গাজীপুর দুটি লোকেশনে শুটিং করা হয়l

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108