প্রতিবেদকঃ আহমেদ সাব্বির রোমিও, বিনোদন বিভাগ
ছোট পর্দার মডেল-অভিনেত্রী সাবরিনা প্রমি। সম্প্রতি তিনি মিজানুর রহমান লাবু’র পরিচালনায় চারটি শর্টফিল্মে কাজ করেছেন। শর্টফিল্মগুলো হল-ভুল মানুষ, দ্বিতীয় ইচ্ছা, সরল প্রেমের গল্প, আলাউদ্দিনের ঘুম।
এ প্রসঙ্গে সাবরিনা প্রমি জানান,”চারটি শর্টফিল্মেই কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছি। চারটি চরিত্রই ভিন্ন ভিন্ন। ভুল মানুষ শর্টফিল্মে রাগী চরিত্রে; দ্বিতীয় ইচ্ছে শর্টফিল্মে উশৃঙ্খল মেয়ের চরিত্রে। সরল প্রেমের গল্প তে দুটো পা অবশ হয়ে যায়; আলাউদ্দিনের ঘুম শর্টফিল্মে শান্ত-শিষ্ট মেয়ের চরিত্রে কাজ করছি। সব কয়টা চরিত্রই ব্যতিক্রম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”
উল্লেখ্য, এরই মধ্যে ৩০ টির বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন প্রমি। যার মধ্যে নাবিস্কো বিস্কুট, ফ্রেশ মিল্ক, মেরিডিয়ান চকোলেট, ওরিয়ন ফুটওয়্যার, আরএফএল ওয়েইং মেশিন, আরএফএল রেস্টুরেন্ট চেয়ার অন্যতম। এর মধ্যে ওরিয়ন ফুটওয়ারের বিলবোর্ড করে পরিচিতি পেয়েছেন সবচেয়ে বেশি। পত্রিকার প্রথম পাতায় ওরিয়নের এই বিজ্ঞাপন দিয়েই মানুষ তাঁকে বেশি চিনেছে। পাশাপাশি বড় বড় বিলবোর্ডে বিজ্ঞাপনটি প্রচার হওয়ায় সাড়াও মিলেছে অনেক। পরিচিত অপরিচিত অনেকেই এই বিজ্ঞাপনটির জন্য তাঁর অনেক প্রশংসা করেছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108