প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ
এসভিএফের ওয়েব প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাচ্ছে রাফিয়াথ রশীদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘একাত্তর’। এই ওয়েব সিরিজের বিষয়বস্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মিথিলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ আরও অনেকে। ‘একাত্তর’ ওয়েব সিরিজটির পরিচালনায় রয়েছেন তানিম নূর। গত বছর থেকেই বিচ্ছেদ-প্রেম আর ফের বিয়ের ইস্যুতে খবরের শীর্ষে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশীদ মিথিলা।
ভারতের চিত্রপরিচালক সৃজিতকে বিয়ে করে সোশ্যাল মিডিয়াজুড়ে আলোচনার তুঙ্গে ছিলেন তিনি। এবার পাকিস্তানের মাতৃভাষা উর্দু শিখে ফের আলোচনায় এলেন তিনি। ‘একাত্তর’ শীর্ষক মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজ করেছেন তিনি। যেখানে পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। ওয়েব সিরিজটির নির্মাণ ও মুক্তির বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি সেমিনার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মিথিলা বলেন, ‘বিয়ের পর এই ওয়েব সিরিজ দিয়েই নিয়মিত অভিনয়ে ফিরছি। এখানে রুহি নামে এক পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি পাকিস্তানি আর্মি মেজর ওয়াসিমের স্ত্রী।’ ‘তিনি বলেন, ‘এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। উর্দু ভাষা শিখেছি। অনেক রিহার্সেল করতে হয়েছে প্রতিটি শটের আগে। আশা করি সবার ভালো লাগবে সিরিজটি।’ ‘হইচই’র পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ এটি তাদের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108