প্রতিবেদকঃ শামীমা আফরোজ, নারী ও শিশু বিভাগ
বিশ্বের অন্যান্য দেশের মতো এখন বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে নারীর ক্ষমতায়নে। সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীর অবদান অগ্রগতি সৃষ্টি করেছে বাংলাদেশে। নারীর অগ্রগতি তাক লাগিয়ে দিচ্ছে বাংলাদেশকে। ঘরে-বাইরে রাষ্ট্রীয় কর্মক্ষেত্র সকল ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ নিশ্চিত লক্ষ্য করা যায়। এখন ভোর গ্রামাঞ্চলেও নারী আর তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় নয়। কর্ম ক্ষেত্রে নারীর দক্ষতা প্রমাণ করছেন কৃতিত্ব দেখাচ্ছেন নারীরা। পর্বত জয় করছেন, অর্থনৈতিক উন্নয়নেও তাদের ভূমিকা বিশেষ লক্ষ্য করা যায়। সব ধরনের খেলায় এখন নারীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আগে যেখানে শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করত সেখানে নারীর ভূমিকা এখন লক্ষণীয়। অধিকার ও নারী পারদর্শিতা নিয়ে যেমন বাইরের দেশগুলো থেকে উবটে উন্নত দেশেও অনেক থেকেও এগিয়ে গেছে বাংলাদেশ। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সবার উপরে এখন বাংলাদেশে। সর্বত্র নারী নির্যাতনের থাকলেও গারো পাহাড়ে আদিবাসী গান পুরুষতান্ত্রিক অত্যাচার থেকে মুক্ত রয়েছেন। স্বামী যখন তখন স্ত্রীর গায়ে হাত তোলেন ঘর থেকে বের করে দেন কিন্তু তা এখন আর নেই। পুরুষদের দ্বিতীয় বিয়ে করার উদাহরণও নেই। ফলে রাষ্ট্রীয় ব্যবস্থায় নানা কারণে পাহাড়ি জনগোষ্ঠী পিছিয়ে থাকলেও সমাজে নারী অগ্রগতির নানা ধাপে এগিয়ে রয়েছেন। কিছু হতাশা থাকলেও নারীর ক্ষমতায়নে দেশে অর্জন অনেক।
আজ পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। নারীর উন্নয়নের সার্বিক সূচক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভুক্ত ২৪টি দেশের মধ্যে অস্ট্রেলিয়ার পরেই দ্বিতীয় স্থান বাংলাদেশের। পৃথিবীতে ৩৬টি নিন্ম আয়ের দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। বাংলাদেশে নারী উন্নয়ন নিয়ে অনেক কথা হয়। পৃথিবীতে প্রায় ৮০ শতাংশ নারী কোন না কোনভাবে নির্যাতনের শিকার, আর ব্রাকের এক গবেষণায় বলা যায়, নির্যাতনের অন্যতম একটি বিষয় বাল্যবিবাহ। এখন বাংলাদেশে নারীরা এগিয়ে গেছে অনেক। এভাবেই তাদের অগ্রগতি যেন শীর্ষস্থানীয় হয়ে ওঠে নারী দিবসের এই দিনে শুভকামনা রইলো সকল নারীর জন্য।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108