তূর্য নাসিরের তিন গল্পে ঈদের নাটকঃ তিন গল্পে তিন রকমের স্বাদ পাবে দর্শক

0
614

ডেস্ক রির্পোটঃ বিনোদন বিভাগ

তূর্য নাসির এবারের ঈদের জন্য তিনটি নাটক রচনা করেছেন। এই তিনটি নাটক বেসরকারী টেলিভিশনে মুক্তি দেয়া হবে।

প্রথম গল্পটি হলো- ফাঁদ। এটি রচনা ও চিত্রনাট্য করেছেন তূর্য নাসির। গল্পটি পরিচালনা করবেন আজাদ কামাল। এই গল্পে প্রতারণার আড়ালে সততা ও মানবিকতা ফুটে তুলেছেন তূর্য নাসির। এই নাটকের সম্ভাব্য অভিনেতা বা অভিনেত্রী মোশাররফ করিম, গোলাম কিবরিয়া তানভীর, নদিয়া মীম বা নাদিয়া নদীসহ আরো অনেকেই।

তার অন্য একটি গল্প হলো- ভালোবেসেছিলাম তারে। গল্পটি গতানুগতিক ভালবাসার মধ্যে একটু ভিন্নতা নিয়ে লেখা। গল্পটি পরিচালনা করবেন শাহীন মাহমুদ। এতে অভিনয় করার কথা রয়েছে তাহসান ও মেহজাবীন, নবাগতা সাবরিনা কানিজ সুখিসহ আরো অনেকেই।

তিন নম্বর গল্প হলো- নীতুর জন্য ভালোবাসা। এ গল্পে অভিনয় করতে পারেন, গোলাম কিবরিয়া তানভীর বা ইরফান সাজ্জাদ, নদিয়া মীম ও নবাগতা জেবা তাকিয়া শুকরিয়াসহ অনেকেই। এটি পরিচালনা করবেন অলোক হাসান। গল্পটি প্রেমিক প্রেমিকার ভালবাসাকে হার মানিয়ে একটি কাজের মেয়ের ভালবাসাকে বুকে ধারণ করার উজ্বল দৃষ্টান্ত নিয়ে লিখা।

এই তিনটি নাটক প্রযোজনা করছে হোয়াইট বাংলা প্রোডাকশন। তিনটি গল্পই তিন রকমের স্বাদের। দর্শক ভিন্নতা পাবে এই নাটকে। উপভোগ করবে অন্য রকম গল্প।

তূর্য নাসির মূলত দেশে ও দেশের বাহিরে বড় বড় ইভেন্ট নিয়ে ব্যস্ত থাকেন। তার মধ্যেই নাটকের জন্য গল্প লিখছেন। একসময় তিনি নাটকে নিয়মিত অভিনয় করতেন। বর্তমানে তিনি গল্প লেখা ও প্রযোজনায় নিয়মিত হচ্ছেন।

তূর্য নাসির এক প্রশ্নের জবাবে বলেন, এখন থেকে তিনি নিয়মিত গল্প লিখবেন। তিনি আরো বলেন, বর্তমানে টিভি নাটকে ভালমানের গল্পের অভাব। যদি আমার লিখনীতে তার কিছুটা শুরু করে দেয়া যায় তাহলে অন্যরাও লিখবে বলে আমি আশা করি।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108