প্রতিবেদকঃ শামীমা আফরোজ, রাজনীতি বিভাগ
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখার বিধান থাকলেও একযোগেও তা পূরণ হয়নি। নারীর ক্ষমতায়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ভূমিকা পালন করলেও তাদের কমিটিতে নারী প্রতিনিধি ২৬ শতাংশের বেশি নয়। সাংগঠনিক দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি’র ২০ শতাংশের কাছাকাছি।
নারী প্রতিনিধিদের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ইসলামী দলগুলো। এসব দলের কমিটিতে সোজা কথায় শতকরা এক ভাগ নারী নেই। কেন্দ্রীয় কমিটিসহ নারীর প্রতিনিধিত্ব বাড়াতে কমিটিতে ৩৩ শতাংশ নারী অংশিদার নির্ধারণ করে নির্বাচন কমিশন। চলতি বছরের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে মনস্তাত্ত্বিকভাবে দলগুলোর কমিটিতে নারী প্রতিনিধি রাখার ব্যাপারে উৎসাহী নন। ফলে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত নারী প্রতিনিধিত্ব রাখার লক্ষ্যমাত্রা ২০২০ সাল থেকে পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে বলেই মনে হচ্ছে। রাজনৈতিক দলের নেতৃত্ব কাঠামোর অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে এমনটি আশা করা যায়। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর উদ্যোগী ভূমিকা রাখতে হবে এবং নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108