সৎ পথে আয়ঃ দিনাজপুরের কসাই জামিলা উৎকৃষ্ট উদাহরণ

0
418

প্রতিবেদকঃ শামীমা আফরোজ, নারী ও শিশু বিভাগ

অন্যান্য অনেক মেয়েদের মতো দিনাজপুরের জামিলার চোখেও ছিল একটা সংসারের স্বপ্ন। তিন লক্ষ টাকার দেনা, তিন সন্তান ও জামিলাকে রেখে চলে যান তার স্বামী। অপেক্ষা করতে করতে একসময় হতাশ হয়ে পড়েন জামিলা।

সন্তানদের ক্ষুধা মেটাতে জামিলা রাস্তায় নেমে পড়েন। প্রচন্ড কষ্টে আর ক্ষোভে ঐ সময় তার মনে চলে আসে নিজের পায়ে দাঁড়াতে হবে। পরনে একটি কাপড় আর সাথে তিন সন্তান এবং তিন লাখ টাকার দেনা। লোকলজ্জার তোয়াক্কা না করে গরুর মাংসের ব্যবসা শুরু করেন জামিলা। বনে যান পেশাগত কসাই। চারপাশে চারটি খুঁটি এবং মাথার উপরে সামান্য একটি কাপড় দিয়ে মাংসের দোকান প্রথম শুরু করেছিলেন জামিলা।

এখন তিনি একজন সফল ব্যবসায়ী। দিনাজপুরের সকল মাংস ব্যবসায়ীদের একটি উদাহরণ ও অনুপ্রেরণা এই জীবন যুদ্ধে হার না মানা জামিলা। র্দূদিনে অনেকেই খারাপ পথ বেঁছে নেয় অসহায়ত্বের অযুহাতে। অথচ কেউ চাইলেই শত কষ্টের মাঝেও সৎ পথে আয় করতে পারে। জামিলা তার উৎকৃষ্ট উদাহরণ।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108