প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ
একুশে মার্চ থেকে একুশে টিভিতে শুরু হতে যাচ্ছে রয়েল টাইগার নিবেদিত এবং পাওয়ার্ড বাই ফিজআপ প্রতিদিনের ধারাবাহিক “খানবাড়ী বাড়াবাড়ি”। ধারাবাহিকটি সম্প্রচারিত হবে শনি থেকে বুধবার রাত ০৯:৩০ মিনিটে শুধুমাত্র একুশে টেলিভিশনে। ধারাবাহিকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং পরিচালনা করেছেন সকাল আহমেদ। এর নির্বাহী প্রযোজক তুহিন বড়ুয়া ও কাজী রিটন।
এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন “ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো” খ্যাত মিম চৌধুরী। বর্তমান প্রজন্মের জনপ্রিয় মুখ মিম চৌধুরী “ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো-২০১৩” এর ফার্স্ট রানার আপ হন।
তার পথচলা শুরু হয় মাহফুজ আহমেদের পরিচালনায় সরীসৃপ নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। পরবর্তীতে কাজ করেছেন হাবিব শাকিলের “ক্লাসমেট”, মোশারফ করিমের বিপরীতে “ভদ্রলোক” ইত্যাদি নাটকে।
পরবর্তীতে “ভালবাসা এক্সপ্রেস” ছবিতে সাকিব খানের সঙ্গে অভিনয় করেন তিনি। “খানবাড়ী বাড়াবাড়ি” ধারাবাহিকে খানবাড়ির মেয়ে হিসেবে দেখা যাবে মিম চৌধুরীকে।
বর্তমানে নাচ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। মিম চৌধুরী বলেন, “আমার লক্ষ্যই হচ্ছে একজন ভাল অভিনেত্রী হওয়ার। আমার অভিনয় দেখে দর্শক যেন বলে মেয়েটি ভাল অভিনয় করে। দর্শকদের ভালবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই। অনেকর মতোই একজন সুঅভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
“তিনি আরো বলেন, “প্রতিভা থাকলে প্রাতিষ্ঠানিক ডিগ্রীও থাকা উচিত। সম্ভব হলে সকলের তা অর্জন করা উচিত। আমি আমার মত করে তা অর্জন করার চেষ্টা করে চলেছি। মিম চৌধুরী প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108