রেশমিঃ কখনো বোন-কখনো মা-কখনো ভাবি-অভিনয় সবি

0
457

প্রতিবেদকঃ বিপা চৌধুরি, বিনোদন বিভাগ

অভিনয় শিল্পী রেশমি। কখনো মা, কখনো ভাবি, কখনো বোন এমন অনেক ধরনের ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এমনও দিন আছে যেদিন তাকে একই সাথে দুটি নাটকের শুটিংয়েও অংশ নিতে হয়েছে। কারণ পরিচালকদের কাছে কিছু কিছু চরিত্রে অভিনয়ের জন্য রেশমি এখন খুবই গুরুত্বপূর্ণ শিল্পী হয়ে উঠেছে। নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন, ডকুড্রামা ইত্যাদি বিভিন্ন কাজের শুটিং নিয়ে বর্তমানে খুব ব্যস্ত সময় পার করতে হয় এই অভিনেত্রীকে। অভিনয়কে ভালোবেসে, অভিনয়ই এখন তার প্রধান পেশা হয়ে গেছে।

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই অভিনেত্রী মুক্তিযুদ্ধা নুর মোহাম্মদ মনি পরিচালিত, জনক ও সন্তান নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এই টেলিফিল্মে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।

নিজের কাজ প্রসঙ্গে এফএম নিউজকে রেশমি বলেন, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করবার সুযোগ পাচ্ছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। আমি পরিচালকদের কাছে ঋণী, তারা আমার উপর আস্থা রেখেছেন, সুযোগ দিয়েছেন। সত্যি কারের একজন শিল্পী হয়ে ওঠার জন্য বহুমাত্রিক চরিত্রে অভিনয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। যে সুযোগটা আমি পেয়েছি বলে আমি সবার কাছে ঋণী।

বর্তমানে এ অভিনেত্রী, শহীদ উন নবীর পরিচালনায় নাটক আমাদের সংসার এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তার আগে তিনি রাহাত মাহমুদ’এর নির্দেশনায় জানালার ওপারে নাটকটির শুটিংয়ে অংশ নেন। এরই মধ্যে আবার, ব্র্যাক’র একটি ডকু ড্রামার শুটিংয়ের কাজে অংশ নেন মানিকগঞ্জে। প্রতি শনি ও রবিবার বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে আকাশ রঞ্জন পরিচালিত এই অভিনেত্রীর বউ শাশুড়ি নাটকটি। শুধুমাত্র রাত ৮.৪০ মিনিট এ।

শেষ করেছেন, আরমান পরিচালিত মিথ্যে প্রেম, তানিম রহমান অংশুর সেলুলয়েড। R টিভিতে প্রচার হচ্ছে চলতি সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক সঞ্জিত সরকার পরিচালিত চিটিং মাস্টার। চাঁদপুরের কচুয়ার মেয়ে রেশমি অভিনীত নতুন ধারাবাহিক নাটকের ভেতর রয়েছে ফরিদুল হাসানের ফরেন ভিলেজ। জনপ্রিয় নাট্য অভিনেত্রি মনিরা মিঠু অভিনেত্রি রেসমির অভিনয় জিবনের আদর্শ।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108