অবশেষে করোনা ভাইরাসের ঔষধ মিললো

0
387

প্রতিবেদকঃ শামীমা আফরোজ, স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

চীনের চিকিৎসকরা করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে এই ঔষধটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, ইন্টারফেরন আলফা টু-বি’ নামে পরিচিত কিউবার এক ঔষধ করোনার মুক্তিতে ব্যাপক কাজ করছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নির্বাচিত ৩০টি ঔষধের মধ্যে অন্যতম এটি। বিভিন্ন সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আলফা টু-বি’ ঔষধ ব্যবহার করে এক হাজার পাঁচশোরও বেশি রোগীকে সুস্থ করে তুলেছেন তারা। করোনা রোগ প্রতিরোধের জন্য আমাদের হাতে চীনে সংক্রমিত সকল রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিমাণ ঔষধ রয়েছে। যে ঔষধ উৎপাদিত হয় কিউবায়। ফার্মাসিউটিক্যাল সংস্থা বায়কিউবা র্ফামা গ্রুপের সভাপতি এডুয়ার্ডো মার্টিনেজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

চীনের জিলিন প্রদেশে অবস্থিত চ্যাংচুন হেবার বায়োলজিক্যাল টেকনোলজিতে এটির উৎপাদন হয়। জৈব প্রযুক্তিতে দুই সমাজতান্ত্রিক দেশের মধ্যে এক চুক্তির অংশ হিসেবে এটি যৌথ উদ্যোগে উৎপাদিত হচ্ছে। অন্য একটি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ মার্চ) এডুয়ার্ডো মার্তনেজ জানান, কিউবায় উত্পাদিত ২২ টি ঔষধ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। এই ঔষধ কয়েক হাজার মানুষের চিকিত্সা সেবা দেওয়ার জন্য প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে। তবে উত্পাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। সারা বিশ্বের বিপুল সংখ্যক দেশ থেকে এই ঔষধ বিক্রির অনুরোধ পাওয়ার পরেই এর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে।

তিনি আশ্বস্ত করেন যে, সিআইজিবির হাতে প্রয়োজনীয় পরিমাণ সরবরাহ রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারের চাহিদাও মিটাতে পারবে। কিউবার ঔষধ শিল্প হাজার হাজার সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীর চিকিত্সা করতে প্রস্তুত। তারা উৎপাদন বৃদ্ধি করার গ্যারান্টিও দিয়েছে। এডুয়ার্ডো মার্টিনেজ জানিয়েছেন, করোনা মোকাবেলার ঔষধ সরবরাহ করার জন্য অনেক দেশেই অনুরোধ করছে। আমরা ঔষধ সরবরাহ করবো। কারণ আমাদের প্রয়োজনীয় সামর্থ্য রয়েছে। এতে দেশ ঔষধ সঙ্কটে পড়বে না।

কিউবার এই ঔষধের কার্যকারিতা জানার পরেই জনপ্রিয় হয়ে যায় ‘ইন্টারফেরন আলফা টু-বি’। এরপর থেকে সারা বিশ্ব থেকে এই ঔষধ কেনার অর্ডার পেতে শুরু করে কিউবা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য ল্যাটিন আমেরিকান, ক্যারিবীয় ও ইউরোপীয় বেশ কয়েকটি দেশ কিউবার কাছ থেকে চিকিৎসা সহায়তার অনুরোধ করেছে। কিউবা ‘ইন্টারফেরন আলফা টু-বি’ পানামা ও ভেনিজুয়েলায়সহ ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে পাঠিয়েছে। যাদের ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে তাদের ওপর এই ঔষধ প্রয়োগ করা হচ্ছে।

চিকিৎসা কর্মী, পর্যাপ্ত অবকাঠামো ও করোনভাইরাস সংক্রমিত লোকদের চিকিৎসা পরিকল্পনা পাঠিয়ে সহায়তা করার জন্য কিউবাকে অনুরোধ করেছে জামাইকা, সেন্ট কিটস অন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডার সরকার। এদিকে, সবার অনুরোধ রাখতে চলেছে কিউবা। দেশটির ঔষধ শিল্প ইন্টারফেরন আলফা টু-বিসহ করোনার চিকিৎসা করা যায় এমন ২২ ধরনের ঔষধের উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108