কোলকাতায় মুজিব শতবর্ষ উদযাপন

0
300

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়াসংস্কৃতি ও অনুষ্ঠান বিভাগ

কোলকাতায় বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানের সূচনা হয় সোমবার দিবাগত রাত ১২টা বেজে এক মিনিটে। বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা কেক কেটে ও আতশবাজি করে এ অনুষ্ঠানের সূচনা করে। বিশেষ ভাবে পালিত হয় মুহূর্তটি। মঙ্গলবার সকালে উপহাইকমিশন ভবনে পতাকা উত্তোলনের পর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়সহ বিধায়কেরা। মমতা বলেন, এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনু প্রেরণা হয়ে আছেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা বিশেষ ক্রোড়পত্র বের করে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108