চীন করোনা ঠেকাতে সাহায্য করবে বাংলাদেশকে

0
418

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, স্বাস্থ্য চিকিৎসা বিভাগ 

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিল চীন। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারকে এই বিষয়ে জানিয়েছে চীন দূতাবাস। চীনের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের বন্ধু বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিট-সহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসা-সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চিন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হবে।’

এদিকে বাংলাদেশেও ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে একই পরিবারের আরও তিনজনের শরীরে মিলেছে মারণ চীনা ভাইরাস সংক্রমণের প্রমাণ। বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাঁরা ইতালি ফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে জানান আবুল কালাম আজাদ। এর আগে বুধবারই বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108