প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন, অনলাইন ও মিডিয়া বিভাগ
বিশিষ্ট সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব জনাব বালাগাত উল্লাহ যোগ দিচ্ছেন বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল এফএম নিউজের সম্পাদক হিসেবে। জনাব বালাগাত উল্লাহ দৈনিক আজাদী পত্রিকায় একজন সিনিয়র সাংবাদিক ও এডমিন ম্যানেজার হিসাবে ১৯৮১-১৯৮৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। এরপর তিনি যোগদেন দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশে। দৈনিক সুপ্রভাত বাংলাদেশে তিনি ২০০৭-২০১৫ সাল পর্যন্ত সুনামের সাথে সহকারী ম্যানেজিং এডিটরের দ্বায়িত্ব পালন করেন। খুব শীঘ্রই তিনিই দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল এফএম নিউজের দায়িত্বভার গ্রহণ করবেন।
মুঠোফোনে অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে জনাব বালাগাত উল্লাহ বলেন, এফএম নিউজ একঝাঁক প্রাণবন্ত তরুণদের নিয়ে গড়া একটি পরিবার। এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করি এফএম নিউজ সমাজ ও রাষ্ট্রের তথা সবার মুখপাত্র হিসাবে কাজ করবে এবং একদিন বাংলাদেশের এক নম্বার সংবাদ সংস্থ্যা হিসেবে স্থান দখল করবে।
জনাব বালাগাত উল্লাহ চট্টগ্রামের বিশিষ্ট আলেম মাওলানা আবুল হোসেনের সন্তান। ব্রিটিশ আমলে মাওলানা আবুল হোসেন ততকালীন ভারতের দেওবন্দ বিশ্ববিদ্যালয় থেকে মাওলানা পাশ করে শিক্ষকতা শুরু করেন। তিনি চট্টগ্রামে নাম করা ইসলামিক স্কলার হিসাবে পরিচিত। জনাব বালাগাত উল্লাহর জন্ম-১/৩/১৯৫৬ খ্রিষ্টাব্দ তিনি ফাজিল তথা বিএ পাশ করে পেশাগত কাজে নিয়মিত হয়ে যান।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108