মাতৃত্বকালীন ছুটি পাননি, তাই ছেড়েছিলেন চাকরিঃ আজ তিনি সফল উদ্যোক্তা

0
368

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, অর্থ বাণিজ্য বিভাগ

‘সবার জন্য পাটভাঙা শাড়ি’ এই বার্তা নিয়ে যাত্রা শুরু করে ‘পটের বিবি’। দেশীয় শাড়িকে নানা ধরনের থিমে ফুটিয়ে তোলার জন্য হাউজটির এ প্রয়াস সূচিত হয় ২০১৫ সাল থেকে।

পটের বিবির কর্ণধার ফোয়ারা ফেরদৌস। মাতৃত্বকালীন ছুটি পাননি, তাই ছেড়ে দিয়েছিলেন চাকরি। গর্ভকালীন পুরো সময়টা তিনি কাটিয়েছেন ছবি এঁকে। একসময় ছবি আঁকতে শুরু করলেন পোশাকে, বিশেষ করে শাড়ির ওপর। সেখান থেকেই শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। চেষ্টা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। তার ইচ্ছাশক্তি এবং চেষ্টায় তিনি আজ একজন সফল উদ্যোক্তা।

শুরুতেই শাড়িগুলো ফেসবুকে পাতা খুলে বিক্রি করতে গিয়ে দারুণ সাড়া পান ফোয়ারা। তখনই বড় কিছু করার পরিকল্পনা আসে তার মাথায়। বর্তমানে পটের বিবির প্রডাক্টগুলো তৈরি হয় ব্লক ও স্ক্রিন প্রিন্টের সাহায্যে। এগুলোর পাশাপাশি এখন হাতে আঁকা এবং ভিন্ন ভিন্ন মোটিফের কাজ করছেন তারা। এসব ছাড়াও শাড়ির নকশায় স্থান পাচ্ছে বিখ্যাত সব পেইন্টিং, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থান, সিনেমার পোস্টার, বইয়ের প্রচ্ছদ ইত্যাদি।

সম্প্রতি শিল্পাচার্য জয়নুল আবেদিনের পেইন্টিং আর পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ের স্কেচ নিয়ে করা পটের বিবির শাড়ি বেশ জনপ্রিয় হয়। যামিনী রায়ের পেইন্টিং নিয়েও কাজ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শাড়ির ক্যানভাসে জায়গা করে দিচ্ছে শার্লক কিংবা ফেলুদার মতো জনপ্রিয় সিরিজকে।

পটের বিবিতে দেশি জিনিসের প্রাধান্য বরাবরই বেশি। শাড়ির প্রতি ভালো লাগা থেকে এই পেজের যাত্রা শুরু হলেও পরবর্তীকালে শুধু হ্যান্ডলুম শাড়ি নিয়ে কাজ করেন ফোয়ারা। পটের বিবির শাড়ির ম্যাটেরিয়ালের ৮০ ভাগই সুতি। তাই দামও মোটামুটি আয়ত্তের মধ্যে। আর দামি শাড়িগুলোর ম্যাটেরিয়াল হিসেবে প্রাধান্য পায় সিল্ক কিংবা মসলিন।

সব স্তরের মানুষের কথা মাথায় রেখেই হাউজটির পণ্যসম্ভারের মূল্যতালিকা ঠিক করা হয়। ৫০০ থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এসব শাড়ি। এখন যদিও তার ব্র্যান্ড ‘পটের বিবি’র শোরুম হয়েছে, কিন্তু তার ব্যবসার অন্যতম মাধ্যম ফেসবুক।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108