হোয়াইট বাংলা করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরন করবেঃ তুর্য নাসির

0
510

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

হোয়াইট বাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাসির উদ্দিন (তুর্য নাসির)। করোনার ভয়াল থাবা থেকে জনগণের জীবন রক্ষার্থে করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। সেই লক্ষ্যে আগামী ৩১ তারিখ ঢাকার টঙ্গী ও এয়ারপোর্ট এলাকায় জনগণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করবে হোয়াইট বাংলা সেচ্ছাসেবী সংগঠন।

মোঃ নাসির উদ্দিন (তুর্য নাসির) পেশায় একজন অভিনেতা ও প্রযোজক। সারাবিশ্বে এ করোনা পরিস্থিতিতে দেশ ও দশের জন্য কিছু করতে চান তিনি। হোয়াইট বাংলা সেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু হয় এ বছরের জানুয়ারি থেকে। এরই মধ্যে বেশ কিছু জনসেবা মূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি তার মধ্যে ভালবাসা দিবসে প্রায় পাঁচশত সুবিধা বঞ্চিত শিশুর মাঝে খাদ্য বিতরণ করেছে হোয়াইট বাংলা। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতেও সুবিধা বঞ্চিত জনগণের মাঝে খাবার বিতরণ করেছে এ সংগঠন।

তুর্য নাসির বলেন, “দেশের এ পরিস্থিতিতে জনগণের জন্য কিছু করতে চায় হোয়াইট বাংলা সেচ্ছাসেবী সংগঠন। আর তাই করোনা ভাইরাস মোকাবেলায় আমরা আগামী ৩১ তারিখ ঢাকার টঙ্গী ও এয়ারপোর্ট এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে এক হাজার মাস্ক ও সাবান বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছি।

“তিনি আরও বলেন, “হোয়াইট বাংলা মূলত সাদা মানুষের সম্মেলন। সারাদেশে বিভিন্ন জায়গায় যে মানুষ গুলো বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন মানবিক কাজ করে জনগণের সেবা করে যাচ্ছে, তাদের একত্রিত করে দেশ ও জনগণের কল্যাণে বৃহৎ জনসেবা মূলক কর্মকান্ডের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করাই এ সংগঠনের উদ্দেশ্য।”

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108