২৬ মার্চের বিশেষ নাটকে এবার মুক্তিযোদ্ধা! সজল

0
376

প্রতিবেদকঃ বিপা চৌধুরি, বিনোদন বিভাগ

জনপ্রিয় অভিনেতা সজল এবার অভিনয় করলেন আমিও কি মুক্তিযোদ্ধা নামক একটি মুক্তিযুদ্ধের নাটকে। নাটকটি পরিচালনা করেছেন তরুন পরিচালক শাহিন আহমেদ। স্বাধীনতা দিবসের বিশেষ নাটক হিসেবে আসছে ২৬ মার্চ রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচারিত হবে এই নাটকটি। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এছাড়াও নাটকে দেখা যাবে কাজী উজ্বল, আশরাফ কবীর, তমাল মাহবুব, শিশির আহমেদ, তন্দ্রা, লিজা খানমসহ আরো অনেককে।

নাটকে সজলকে দেখা যাবে ততকালীন একজন সরকারি চাকুরিজীবীর চরিত্রে। অন্যদিকে নাদিয়াকে দেখা যাবে সহজ সরল ও শিক্ষিতা একজন গৃহিনী হিসেবে। এখন দেখার বিষয় তারা কিভাবে যুদ্ধটাকে দেখছে? মুক্তিযুদ্ধে তাদের কি কোন ভূমিকা ছিল? তারাও কি মুক্তিযোদ্ধা? অস্ত্র হাতে আমরাতো অনেকেই মুক্তিযুদ্ধের গল্প দেখেছি বা শুনেছি। কিন্তু অস্ত্র ছাড়া যারা আমাদের স্বাধীনতা নিয়ে কাজ করেছে তাদের কথা আমরা কি কেউ জানি!

শাহিন আহমেদের এবারের গল্প সেইসব অজানা মানুষের একটি ব্যতিক্রমী গল্প নিয়ে। গল্পটি বাস্তবতার উপর লিখা। গল্পটি রচনা করেছেন মেজর (অব:) শাহাব উদ্দিন চাকলাদার। নাটকটি প্রযোজনা করেছেন মমতাজ চাকলাদার রিনা। চিত্রগ্রহণ করেছেন মিঠু মনির ও আকাশ। পরিবেশনা করেছে ফ্রেন্ডস মিডিয়া এবং সহযোগীতায় রয়েছে হোয়াইট বাংলা প্রোডাকশন। পরিচালনার পাশাপাশি নাটকটি চিত্রনাট্যও করেছেন শাহিন আহমেদ।

আমিও কি মুক্তিযোদ্ধা নাটকটিতে মুক্তিযুদ্ধ কালীন ঘটনা তুলে ধরা হয়েছে। নির্মাতা শাহিন আহমেদ নাটকটি সুন্দর করে উপস্থাপন করেছেন। নাটকটি দর্শকদের অবশ্যই ভালো লাগবে বলে সংশ্লিষ্ট সবার প্রত্যাশা। নাটকের বিষয়ে নির্মাতা শাহিন আহমেদের কাছে জানতে চাওয়া হলে তিনি এফএম নিউজকে জানান, দেশের এবং সারা বিশ্বের বর্তমান প্রেক্ষাপট নাটকের জন্য অনুকুলে নেই। সবাই যার যার জীবন নিয়ে আতঙ্কে রয়েছে। আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরাও অন্যদের মতো অনুভূতিশীল। তাই নাটক নিয়ে কোন মন্তব্য করতে চাই না। তবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস সেই হিসেবে নাটকটি প্রাসঙ্গিক এবং এটি বিশেষ গুরুত্ববহন করে। আর তাছাড়া নাটকটি প্রচারিত হওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত। তাই যাদের সম্ভব তারা অবশ্যই মুক্তিযুদ্ধের নাটক হিসেবে দেখবেন। এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য মেডিকেল গাইডলাইনগুলো মেনে চলুন। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত যার যার ঘরে অবস্থান করুন।

উল্লেখ্য, সজল একটি রিয়েলিটি শো’র মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করেন। এরপর, কিউট শ্যাম্পুর বিজ্ঞাপন করে রীতিমত দর্শকমহলে সারা ফেলে দেন তিনি। তারপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি সজলকে। একের পর এক নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা, পেয়েছেন জনপ্রিয়তাও। বর্তমানে এই অভিনেতা ব্যস্ত সময় পার করছেন নাটক ও চলচ্চিত্র নিয়ে। সম্প্রতি শুটিং শেষ করেছেন জিন ছবির, এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন পুজা চেরি।

সজল এর আগেও অভিনয় করেন রান আউট ছবিতে সেখানে তার বিপরিতে ছিলেন মৌসুমি বিশ্বাস। এরপর অভিনয় করেন মাহিয়া মাহির বিপরিতে হারজিত ছবিতে। তবে সজল অভিনিত প্রথম ছবি নিঝুম অরণ্য, সেই ছবিতে তার বিপরিতে অভিনয় করেছিলেন বাঁধন।

সজল অভিনিত উল্লেখযোগ্য নাটকের ভেতর রয়েছে- পাত্রী চাই, প্রেমের নাম বেদনা, পাত্র চাই না, একটু দাঁড়াও, হাওয়া বদল, ভালবাসি তাই, এই শহরে দ্রুপদী নেই, বউ শাশুড়ি, নট আউট, একটি ভালোবাসার গল্প, হৃদয়ের গহীনে, কলাপাতার ঘর, আংশিক নয় পুরো সত্যি, নিয়তি, অস্থির ছেলেটা, সপ্নগুলো তোমাই খোঁজে, যোগসুত্র, প্রতিশ্রুতি, বোধ, রাজকুমার, সেদিন দুজনে, শেষ তারিখ, সবার একটা গল্প থাকে, অপরাধী হইলেও আমি তোর, এলোমেলো ইচ্ছে গুলি, মন পুতুলের গল্প, আবার কেনো দেখা হলো, চেনা অচেনা, ভালবাসার সাত দিন, প্রহর, যাহা ছয় তাহা নয়, পর, বালা, কে আপন কে পর, বিষয়টি সন্দেহজনক, আই জাস্ট নিড, বউ বদল, সন্ধ্যার আগে, বিবাহ, সাত ই জুন, অসময়, মনের আকাশে নীল মেঘ, নকশি কাঁথা, হানিমুন, কুচ বরণ কন্না ইত্যাদি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108