প্রতিবেদকঃ শামীমা আফরোজ, স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
যশোর সদর উপজেলায় পৌর এলাকায় সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন জন প্রতিনিধি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। তিনি জানান জনস্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবিবার বৈঠকে তিনি এ কথা জানান সেখানে সকল শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী প্রতিষ্ঠান সভাপতিবৃন্দকে সাথে নিয়েই জনগণের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্ধারিত সূত্রে জানা গেছে।
এজন্য সকাল থেকে বেলা একটা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকবে। তবে মুদি দোকান ও ঔষধ ফার্মেসীগুলো এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত থাকবে বলে জানান তিনি। এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তি ও জরিমানা প্রদত্ত হবে বলে জানান তিনি। অর্থাৎ, ২৩ মার্চ তারিখ থেকে শুরু করে ২৯ মার্চ তারিখ পর্যন্ত সকল দোকান ঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি আরও জানান যে ২২ তারিখ থেকেই এলাকাবাসীদের জন্য মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108