মাক্স কিনতে ভোগান্তি ও ভীড়; কিনতে হচ্ছে চড়া মূল্যে

0
407

প্রতিবেদকঃ বিপা চৌধুরি, স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

গতকাল মিরপুর ১০ নাম্বার এলাকায় অবস্থিত লাজ ফার্মা নামের একটি ফার্মেসিতে গিয়ে দেখা যায় মাক্স কিনতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজারো মানুষকে। একপর্যায়ে জনতার সাথে প্রতিষ্ঠানটির ম্যানেজারের প্রচণ্ড রকমের কথা কাটাকাটি শুরু হয়।

লাইনে দাঁড়ানো এক জনের সাথে কথা বলে জানা যায়, যে মাক্স কিনতে এসে তাদেরকে বিশাল লাইনে দাড়াতে হয়। ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে তাদেরকে মাক্স কিনতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান যে, শুধু লম্বা লাইনে দাড়িয়ে থাকা ছাড়াও, সরকারী নির্দেশ অনুযায়ী যেখানে প্রতিটি মাক্স ৩০ টাকায় বিক্রি করার কথা বলা হয়েছে সেখানে তারা বিক্রি করছে ৬০ টাকা। এ যেন দেখার কেউ নেই। দেশের এমন ভয়ানক পরিস্থিতিতে দ্রব্য মূল্যের বৃদ্ধিতে এমনিতেই নাগরিকদের নাভিশ্বাস। সেখানে মাক্সের মূল্য বৃদ্ধি এ যেন মরার উপর খড়ার ঘা।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগঃ 018-311 06 108