করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েঃ জানুন; কোন দেশে কতজন

0
403

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ১৮ হাজার ৯০৭ জন দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ২২ হাজার ৮২৯ জন। বিশ্বের ১৯৭ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এখন পর্যন্ত এক লাখ নয় হাজার ১০২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) চীনে আরো ৪ জন মারা গিয়েছেন। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ২৮১ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২১৮ জন। এর মধ্যে মোট ৭৩ হাজার ৬৫০ জন রোগী সুস্থ হয়েছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। মঙ্গলবার একদিনই রেকর্ড ৭৪৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছয় হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মোট আট হাজার ৩২৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৭৬ জন। বর্তমানে তিন হাজার ৩৯৩ জন আইসিইউতে আছেন।

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৮ জনে। দেশটিতে ইতোমধ্যে ৫৪ হাজার ৮২৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৮ জন।

স্পেনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৯ জন। স্পেনে একদিনে মারা গেছে ৬৮০ জন। সব মিলিয়ে মৃত বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৯১ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৭৯৪ জন।

জার্মানিতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। দেশটিতে ইতোমধ্যে ৩২ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন তিন হাজার ২৯০ জন।

ইরানে মোট ২৪ হাজার ৮১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এক হাজার ৯৩৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন আট হাজার ৯১৩ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০০ জনে। দেশটিতে ইতোমধ্যে ২২ হাজার ৩০৪ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন তিন হাজার ২৮১ জন।

অন্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ১২৬, সুইজারল্যান্ড ১২২, যুক্তরাজ্য ৪২২, নেদারল্যান্ড ২৭৬, অস্ট্রিয়া ২৮, বেলজিয়াম ১২২, নরওয়ে ১২, কানাডা ২৬, পর্তুগাল ৩৩, অস্ট্রেলিয়া ৮, সুইডেন ৪০, ব্রাজিল ৪৬, মালয়েশিয়া ১৬, ডেনমার্ক ৩২, ইসরাইল ৭, পোল্যান্ড ১০, জাপান ৪৩, ইরাক ২৭, পাকিস্তান ৭, ভারত ১১ ও বাংলাদেশে ৪ জন মারা গেছেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগ:01831106108