করোনা মোকাবিলায় চিত্রনায়িকা মুনমুনের পরামর্শ

0
331

ডেস্ক রির্পোটঃ বিনোদন বিভাগ

করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এরই মধ্যে বাংলাদেশে এই ভাইরাসে বেশ কয়েক জন মারা গেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। দেশের তারাকারাও আছেন ঘরে বন্দী। ঘরে বসেই তারা ফেসবুকের মাধ্যমে দেশের মানুষকে সচেতন থাকতে নানা পরামর্শ দিচ্ছেন। তেমনি একজন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন।

মুনমুন তার নিজের আইডিতে এক ভিডিও বার্তায় বলেন, করোনা সম্পর্কে আমারা কম-বেশী এখন সবাই জানি। বর্তমান অবস্থায় করোনা থেকে মুক্তির এক মাত্র পথ সচেতনতা। আর তাই আমাদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরো বলেন, আমি এখন আমার ঘরেই বন্দী আছি। সিধান্ত নিয়েছি করোনা নির্মূল না হওয়া পর্যন্ত ঘরেই থাকবো। আপনারা নিজেদের ঘরে নিজেদেরকে বন্দী রাখুন কিছু দিন এবং পরিবারকে সময় দিন।

মুনমুন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রায় ৮৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। মুনমুন ইরাকে জন্মগ্রহণ। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তিনি উচ্চ-মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। মুনমুনের দুই পুত্র সন্তান রয়েছে।

মুনমুন ১৯৯৭ সালে বিখ্যাত পরিচালক এহতেশামের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন। এহতেসাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার। এরপর দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত শক্তির লড়াই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেন মুনমুন। তার অভিনীত মালেক আফসারী পরিচালিত মৃত্যুর মুখে চলচ্চিত্রটি দারুন ব্যাবসা সফল হয়। এছাড়াও তিনি রানী কেন ডাকাত, লঙ্কাকাণ্ড, জানের জান, শত্রু সাবধান, জল্লাদ, রক্তের অধিকার প্রমুখ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি শাকিব খানের বিপরীতে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন।

সর্বশেষ ২০১৭ সালে মিজানুর রহমান মিজান পরিচালিত রাগী চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন তিনি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগ-01831106108