প্রতিবেদকঃ বিপা চৌধুরি, বিনোদন বিভাগ
সপ্তাহখানেক ধরে গৃহবন্দী হয়ে আছেন চিত্র নায়ক বাপ্পি চৌধুরী। কিছুদিন আগে যদিও দরকারি একটি কাজে বাইরে বের হয়েছিলেন তবুও সেটা কিছু সময়ের জন্য। গৃহবন্দী বাপ্পি বলেন, খুব বেশি দরকারি কাজ না থাকলে গৃহবন্দী হয়ে থাকাই ভালো। করোনাভাইরাস নিয়ে সবাই অনেক আতঙ্কিত। ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দেশে। তাই যতটা সম্ভব বাহিরে বের না হওয়াই ভালো।
বাপ্পি সর্বশেষ সাফি উদ্দিন সাফি পরিচালিত সিক্রেট এজেন্ট ছবির শুটিং শেষ করার পর নতুন কোনো ছবিতে অংশ নেননি। বাপ্পি অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২, ২০ মার্চ মুক্তির কথা থাকলেও করোনারভাইরাস আতকঙ্কের কারনে পিছিয়ে যায় মুক্তির দিন। এমন পরিস্থিতে বাপ্পিও বাসা থেকে বের হচ্ছেন না। চেষ্টা করছেন যতোটা সম্ভব বাসাতেই থাকার। পাশাপাশি যতোটা সম্ভব সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে যতটা সতর্ক করা যায় তা চেষ্টা করছেন।
বাপ্পি বলেন, বিশ্বের নতুন আতঙ্কের নাম এখন করোনা ভাইরাস। এই ভাইরাস নিয়ে আতংকিত হবার চেয়ে সচেতন হওয়া সবার আগে দরকার। আর যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখি। নিজেও পরিচ্ছন্ন থাকি আর অন্যকেও পরিচ্ছন্ন থাকতে সহযোগিতা করি। হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখি, বারবার সাবান দিয়ে হাত ধুই। আর বিদেশ ফেরত কেউ দেশে এলে অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকুন। এতে করে আপনি নিজেও ভালো থাকতে পারবেন আর আপনার পরিবারের সদস্য দেরকেও ভালো রাখতে পারবেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগ-01831106108