জীবানুনাশক নিজেই ছিটাচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র নাছির উদ্দীন

0
488

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন, স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ প্রতিরোধে নগরীর ৪১টি ওয়ার্ডের সকল সড়ক এলাকা, বাজার, আদালত ভবন, বিপনী বিতানসহ জনসমাগম সংশ্লিষ্ট স্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জীবাণুনাশক ব্লিচি পাউডার মিশ্রিত পানি ছিটানো কার্যক্রম শুরু হয়েছে।

আজ ২৫ মার্চ বুধবার সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই পানি ছিটানো কার্যক্রম উদ্বোধন করেছেন। তিনি নগরীর দামপাড়া সড়ক,ওয়াসা মোড়,জিইসি মোড়সহ সংশ্লিষ্ট সড়ক এলাকায় জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটিয়েছেন। এসময় তিনি বলেন, চীনের উহানে যখন করোনা ভাইরাসের বিস্তার ঘটার সংবাদ প্রচারিত হচ্ছে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণ করেছি। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা মোতাবেক প্রতি ওয়ার্ডে করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

নগরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টিতে মাইকিংসহ নানামুখী প্রচার-প্রচারণা কার্যক্রম চালু করেছি। যাতে করে করোনার বিস্তার ঠেকাতে নগরবাসীর মাঝে আত্মসচেতনতা তৈরি হয়। তিনি আরো বলেন, ১৬ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ৩টি ওয়াটার ভাউজারের মাধ্যমে নিয়মিত ভাবে নগরীর ৪১ ওয়ার্ডে এই পানি ছিটানো হবে। গত ২৩ মার্চ থেকে ওয়ার্ড এলাকায় বিøচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো কার্যক্রম চলছে। তাছাড়া নগরবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত যেকোন বিষয়ে যোগাযোগের জন্য চসিক দামপাড়াস্থ কার্যালয়ে কন্ট্রোল রুম (নম্বর- ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯) খোলা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বিশেষ বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে তার নিজ কক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐ সভায় দেশের ১২টি সিটি কর্পোরেশনে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা,মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা মো. সামসুদ্দোহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী মহোদয় পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার জন্য করোনা মোকাবেলায় বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন বার্তা বিভাগ:01831106108