প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
বিশ্বব্যাপি দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। এমন পরিস্থিতিতে নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
আটটি ক্রাইম বিভাগে প্রতিদিন দুবার জীবনুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
উল্লেখ্য যে, নভেল করোনাভাইরাসের দরুন এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪, আক্রান্তের সংখ্যা ৩৯, আইসোলেশনে রয়েছে ৪০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৪৬ জন।
এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় দেশের উপকূলীয় ছয় জেলার উনিশটি উপজেলায় নৌ বাহিনী মোতায়েন করা হয়েছে। জনসমাগম এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।
মূলত জনসমাগম এড়াতেই টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হলেও মানুষ উল্টো ছুটি কাটাতে দলে দলে বাড়ি ফিরছে। করোনা ভাইরাসের এই ভয়াল পরিস্থিতিতে এখনও জনগণের মাঝে সচেতনতার অভাব রয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগ:01831106108