স্বাধীনতা দিবসে আসছে সজল-নাদিয়ার আমিও কি মুক্তিযোদ্ধা; এটিএন বাংলায়

0
381

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ

এবারের স্বাধীনতা দিবসে এটিএন বাংলায় আসছে ছোট পর্দার জনপ্রিয় তারকা সজল ও নাদিয়া অভিনীত “আমিও কি মুক্তিযোদ্ধা”। নাটকটি রচনা করেছেন মেজর শাহাব উদ্দিন চাকলাদার এবং নির্মাণ করেছেন শাহিন আহমেদ।

 

এই নাটকে অভিনেতা সজলকে দেখা যাবে সরকারি কর্মকর্তা সগীর চরিত্রে। সগীর ভীতু স্বভাবের এবং যুদ্ধের কোন কিছুতে তার যায় আসে না। ঘরে তার সুন্দরী বউ ফাতেমা। খুব সাধারন জীবন যাপনে অভ্যস্ত সগীর। তার দুই ভায়রা ভাই ফারুক ও কাঞ্চন মুক্তিযোদ্ধা। তাদের অনুরোধে মুক্তিযুদ্ধের অংশ হিসেবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে একটি অপারেশনে সফল করে। নাটকটিতে সগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আশরাফ কবির, তমাল মাহবুব, শিশির আহমেদ, তন্দ্রা ও লিজা খানমসহ আরো অনেকে।

নাটকটিতে মুক্তিযুদ্ধে যারা পরোক্ষ ভাবে অংশ গ্রহণ করেছেন তারা যে সকল সমস্যার সম্মুখীন হয়েছেন এবং যেভাবে যুদ্ধে ভূমিকা রেখেছেন তারই চিত্র তুলে ধরা হয়েছে। সবসময় ব্যতিক্রমধর্মী কাজ নিয়ে ভেবেছেন তরুন নির্মাতা শাহিন আহমেদ। বলা চলে তার ক্যারিয়ার সবে মাত্র শুরু।আর এর মধ্যেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেকে একটি গুরুত্বপূর্ণ স্থানে আসিন করেছেন তিনি।

নাটকটি নিয়ে নির্মাতা শাহিন আহমেদ বলেন, “এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বুড়িগঙ্গা নদী ও নদীর পাড়ে এবং পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে। এটি ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে এটিএন বাংলায় রাত ৯টায় প্রচারিত হবে।” কাজ সম্পর্কে শাহিন আহমেদ বলেন, “আমার জন্য এই কাজটি ঠিকঠাক ভাবে সম্পন্ন করা ছিল একটি যুদ্ধের মতো চ্যালেঞ্জ।”

নাটকটি প্রযোজনা করেছেন মমতাজ চাকলাদার রিনা। চিত্রগ্রহণ করেছেন মিঠু মনির ও আকাশ। পরিবেশনা করেছে ফ্রেন্ডস মিডিয়া এবং সহযোগীতায় রয়েছে হোয়াইট বাংলা প্রোডাকশন। পরিচালনার পাশাপাশি নাটকটি চিত্রনাট্যও করেছেন শাহিন আহমেদ।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108