সঙ্গীত শিল্পী সিনথিয়ার আজ জন্মদিন

0
468

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

বিনোদন বিভাগ

সিনথিয়া ছোটবেলায় নতুন কুঁড়ির মাধ্যমে গান শুরু করেন। এভাবে চলে গানের চর্চা। বড় হওয়া পর স্টেজে গান গেয়েছেন অনেক। গানের টানেই ২০১১ সালে মাহমুদ সানির হাত ধরে মিডিয়ায় আসা। সে বছর প্রথম তার এ্যালবাম বের হয় লেজার ভিশনের ব্যানারে প্রিয়তম।

ছোটবেলায় রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গান শুনে নিজেই মনে মনে গুনগুন করে গান করতেন। তারপর তার মা গানের প্রতি মেয়ের আগ্রহ দেখে গান শিখতে দিলেন নতুন কুঁড়িতে।

এ পর্যন্ত গানের ৬টি এ্যালবাম বের হয়েছে সঙ্গীত শিল্পী সিনথিয়ার। শিল্পী আরিফিন রুমি, প্রতিক হাসান, মাহমুদ সানি ও কাজী শুভসহ বিভিন্ন শিল্পীর সাথে ডুয়েট গান করেন তিনি। এছাড়া ভারতের সোনুনিগামের সাথে “তুমি আমার” শিরোনামে একটি গান করে ছিলেন।

সঙ্গীত শিল্পী সিনথিয়ার কাছে প্রশ্ন ছিল, আজ তো আপনার জন্মদিন; দিনটি কীভাবে পালন করবেন? উত্তরে তিনি বলেন, প্রতি বছর ফ্যামিলি ও বন্ধুদের নিয়ে আড্ডা ও খাওয়া-দাওয়ার আয়োজনে দিনটি পালন করি। তবে এ বছর দুর্যোগময় সময়ের কারণে কিছু গরীব-দু:খী মানুষের মুখে আহার তুলে দিয়ে জন্মদিনের আনন্দ তাদের সাথে ভাগ করে নিতে চাই।

সঙ্গীত শিল্পী সিনথিয়া ২০১৮ সালের শেষের দিকে বঙ্গবন্ধুর স্মরণে হাজার সালাম নামে একটি গান করে ছিলেন। ৬ মার্চ জাতির পিতাকে নিয়ে এই এ্যালবামটি বের হয়েছে। এছাড়া পহেলা বৈশাখের জন্য ভিন্নরকম পরিকল্পনা নিয়ে অপেক্ষা শিরোনামে একটি গান আসছে। তবে পারিপার্শ্বিক অবস্থার জন্য হয়তো সিদ্ধান্তগুলো বদলাতে হবে।

পরিশেষে শিল্পী সিনথিয়া বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই দূর্যোগঘণ মুহূর্তে সবাই সাবধানে থাকবেন এবং যার যার বাসায় থাকবেন। বারবার সাবান দিয়ে হাত ধুবেন ও পরিচ্ছন্ন থাকবেন।

সবাইকে আজ আমার জন্মদিন এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা একসাথে নিবেদন করছি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108