প্রতিবেদকঃ বিপা চৌধুরি
বিনোদন বিভাগ
মানিকগঞ্জের মেয়ে সামিয়া নূর। তার স্কুল জীবন কাটে মানিকগঞ্জের আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। কলেজ জীবন পার করেছেন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে। বর্তমানে ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে এলএলবিতে অনার্স করছেন সামিয়া।
ছোটো বেলা থেকেই সামিয়ার সপ্ন একজন ভালো অভিনেত্রী হওয়ার। সেই লক্ষ্যে সামিয়া যোগ দেন থিয়েটারে। প্রায় দেড় বছর ধরে সামিয়া যুক্ত আছেন লোকনাট্য দল থিয়েটারের সঙ্গে।
থিয়েটার করতে করতেই এক সময় সুযোগ পান এম সাখাওয়াত হোসেনের ফালাক নাটকে। এখানে অভিনয় করেন তমাল মাহবুব এবং রেশমির সাথে। তারপর অভিনয় করেন এম সাখাওয়াত হোসেনের ওভার দ্যা গেইম। সম্প্রতি, লিটু করিমের দিবাবলী নাটকে অভিনয় করে নির্মাতাদের নজরে আসেন তিনি। এই নাটকে অভিনয় করে ছিলেন ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে। এছাড়াও, সামিয়া কাজ করেছেন শহিদ উন নবির ওয়েব সিরিজ পাফ ড্যাডিতে। এখানে অভিনয় করেন পরিমনি এবং সজলের সাথে সামিয়াও। একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন তিনি। সামনে কাজের অফার রয়েছে দুটি ছবিতে।
সামিয়া তার অভিনয় জীবন নিয়ে এফএম নিউজকে বলেন, যে কোন কাজ করতে হলে সেই কাজ সম্পর্কে ধারনা লাভ করা প্রথম কাজ। তারপর সেটা রপ্ত করার পালা। তাই আমি মিডিয়াটাকে বুঝার চেষ্টা করছি তার পাশাপাশি থিয়েটারের মাধ্যেমে নিজের অভিনয় যোগ্যতাটাকে পাকাপোক্ত করেই ধীরে ধীরে পা রাখতে চাই। আঙ্গুল ফুলে কলা গাছ হবো তা আমি চাই না। হঠাৎ পাওয়া সব কিছুই হঠাৎ হারিয়ে যায়।
অভিনয়ের বেলায় আমি এইটুকু ছাড়া দিতে চাই না। কারণ ছোট বেলা থেকে একটাই স্বপ্ন দেখেছি ভালো একজন অভিনেত্রী হবো। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা। তবে আপাতত নাটকে নিয়মিত হতে চাই। তবে অবশ্যই চলচ্চিত্রে এক নম্বার সারিতে নিজেকে দেখতে চাই একজন ভালো অভিনেত্রী রুপে এটাই আমার এখনকার টার্গেট।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108