প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ
চারদিকে যখন করোনা ভাইরাস নিয়ে মানব সভ্যতা হুমকির মুখে, এরই মধ্যে আবার দেখা দিয়েছে হান্তা ভাইরাস, পঙ্গপালের বিস্তৃতি। একের পর এক বিপদ যেন কাটছেইনা। এতকিছুর মাঝে নাসার বিজ্ঞানীরা দিল চাঞ্চল্যকর তথ্য। নাসা জানিয়েছে, একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে পারে। এবছর ২৯ এপ্রিল একটি ৪ কিলোমিটারের এস্টেরয়েড পৃথিবীর পাশ দিয়ে যাবে।
এস্টেরয়েডটির নাম 1998 OR2 ব্রিটেনের এক্সপ্রেস নিউজ জানিয়েছে, এই গ্রহাণুটি আয়তনে চার কিলোমিটার। প্রতি ঘন্টায় ৩১ হাজার ৩২০ কি. মি. গতিতে এগিয়ে আসছে। এই গতিতে আসতে থাকলে ২৯ এপ্রিল পৃথিবীর নিকটে চলে আসবে। বিজ্ঞানীরা আশংকা করছে বিশাল একটি ধোঁয়ার আগমণ এবং এস্টেরয়েড 1998 OR 2 যদি পৃথিবীকে আঘাত করে তাহলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে।
এখন কথা হলো, হাদিসে পাওয়া যায় যে, “কিয়ামতের পূর্বে রমজান মাসে এক বিকট আওয়াজ হবে। এতে ৭০ হাজার মানুষ বধির হবে, ৭০ হাজার বোবা হবে এবং ৭০ হাজার মানুষ অজ্ঞান হয়ে যাবে।” এটা ইমাম মাহদী আত্মপ্রকাশের আলামত। ভাববার বিষয় হলো, ২৯ এপ্রিল রমজান মাস চলবে। ভাবার বিষয় এটা সেই রমজান মাস কিনা।
আখেরী জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমীনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। “এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচন্ডভাবে প্রবেশ করবে। ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রনাদায়ক আযাবে পরিণত হবে।”
এস্টেরয়েড টি যদি আকাশে বিস্ফোরিত হয় তাহলে বিকট শব্দ হবে। আবার সূরা- দোখানের সেই ধোঁয়া ও সৃষ্টি হতে পারে। এদিকে ইন্টারন্যাশনাল গ্রুপ অফ অ্যাস্ট্রোনমারস-এর সদস্য ব্রুস বেটস বলেন, ছোট ছোট গ্রহাণু মাঝে মাঝে পৃথিবীর কাছে আসে৷ অ্যাটমোস্ফিয়ারেই ধ্বংস হয়ে যায় সেগুলো। কিন্তু এই গ্রহাণুটি বড়। ২০১৮ সালেও একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108