করোনায় নতুন আক্রান্ত ৪; ২ জন চিকিৎসক; মোট রোগী ৪৮

0
417

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

গত চব্বিশ ঘণ্টায় আরো চার জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসক। এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। আইইডিসিআর এর মতে, “দেশে সীমিত আকারে কমিউনিটি সংক্রমণ রয়েছে তবে তা ব্যাপকহারে ছড়ায়নি। চিকিৎসকরা চিকিৎসা সেবা দেয়া ছাড়াও তাদের কমিউনিটি থেকে আক্রান্ত হচ্ছেন।” করোনা মোকাবেলায় পুরো দেশ লকড ডাউন।

করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী টহল দিচ্ছে এবং প্রয়োজনে তারা ব্যবস্থা নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “রাস্তায় অহেতুক বের হবেন না, ভিড় করবেন না।”

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108