প্রতিবেদকঃ শামীমা আফরোজ
বিনোদন বিভাগ
গত কাল ২৬শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস এর পাশাপাশি ছিল অভিনেত্রী তানহা তাসনিয়ার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে তিনি সরাসরি লাইভে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি এবারের জন্মদিনটা পালন করতে চান একেবারেই ভিন্ন ভাবে।
প্রতি জন্মদিনে বন্ধুবান্ধব আর আড্ডায় সাথে পরিবারের সবাইকে নিয়ে মাতোয়ারা হয়ে থাকে তার সারাটা দিন। তিনি গতকাল গরীব-দুঃখীদের জন্য কিনেছেন প্রয়োজনীয় দ্রব্যাদি পেঁয়াজ, রসুন, হলুদ, চাল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস, তেল ইত্যাদি। পরে সেগুলো বিভিন্ন ব্যাগ ভর্তি করে বিতরণ করেন গরীবদের মাঝে। তিনি তার বাড়ির বুয়া, ড্রাইভার, নিরাপত্তাকর্মী এদের মাঝে বিতরনের মধ্য দিয়ে বিতরন শুরু করেছেন। তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
তিনি আরো জানিয়েছেন যে, এটা তার জীবনের একটা জন্মদিনের অন্যতম। এর চেয়ে ভালো জন্মদিন আর হতে পারে না। যেদিন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারছেন তিনি। তিনি সবাইকে সাবান এবং স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, চিত্রনায়িকা তানহা তাসনিয়া গেল কয়েক বছর ধরে শোবিজে পথচলা তার। চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু ২০১৬ সালে‘ ভোলা তো যায় না তারে’ ছবির মাধ্যমে। এরপর ‘ধূমকেতু’, ‘ভালো থেকো’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে তানহার। এ ছাড়া একক নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওর কাজ তো চলছেই। সব মিলিয়ে ছোট পর্দায় সময় দিয়েছেন বেশ। ‘রসের হাঁড়ি’ নামে একটি ধারাবাহিকের কাজ করেছন তিনি।সবশেষ ‘আনওয়ান্টেড টুইন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন।
বর্তমান সময়ে নাটক, ওয়েব সিরিজ এবং মডেলিং করছেন এই সুন্দরী। সময় সুযোগ হলে বড় ইভেন্টে ষ্টেজ পারফর্মও করেন তিনি। কিছু দিন আগে তিনি নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘মিথ্যে প্রেম’। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। খুব শিগগিরই যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘মিথ্যে প্রেম’ নাটকটি প্রচার হবে।
তানহা তাসনিয়াকে এফএম নিউজের পক্ষ থেকেও জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108