নগদ সবসময় ভালো উদ্যোগের সারথিঃ তানবীর এ মিশুক

0
481

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

অর্থ বাণিজ্য বিভাগ

আমরা এমনিতেই যেকোনো গুজব খুব সহজেই বিশ্বাস করে ফেলি। গুজব ও ফেক নিউজ প্রশ্নে শুধু ধর্মান্ধ ও কুসংস্কারাছন্ন অর্ধ শিক্ষিত/অশিক্ষিতরাই নয় বরং শিক্ষিত শহরবাসীও সমানভাবে তা বিশ্বাস করি। আমরা প্রায় সময় সরকারের কি করার দরকার ছিল, সরকার কি ভূল করেছে এই রকম সমালোচনা আর গুজব প্রচারে ব্যাস্ত।

আমাদের সকল প্রয়োজন মেটাতে যারা দিনরাত কাজ করছেন, যেমন সরকারি ডাক্তার, স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ডাক বিভাগের কর্মী তারাই আমাদের সরকার। যারা আপনার গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ চালু রাখছে তারাও তো সরকারে অংশ। আমরা সরকারের এসব অবদানকে মূল্যায়ন করি না এবং ভাবিও না।

আমি মনে করি, যেকোনো সমস্যায় দুটি কাজ করা যায়। এক, সমস্যার সুযোগ নিয়ে দ্রুত অর্থ উপার্জন করা, এটা বেশ সহজ একটা কাজ। আর দুই, সমস্যার সমাধান নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করা, এতে যদি সাময়িক ক্ষতিও হয় তবে দীর্ঘমেয়াদে সবার লাভ হয়।

আর নিজে যেহেতু সহজ কাজ কম করছি জীবনে তাই জাতির এই দুঃসময়ে আমি এবং আমরা (নগদ) এমন কিছু কঠিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ব্যাংক ১৯ মার্চ একটা সার্কুলার দিয়ে বলেছে দিনে ১০০০ টাকা ক্যাশ আউট চার্জ বিহীন রাখতে হবে এবং আরো বলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ফার্মাসির ক্ষেত্রে কোনো সেটেলমেন্ট চার্জ প্রযোজ্য হবে না। নিঃসন্দেহে এটা সরকারের খুবই ভালো উদ্যোগ। কিন্তু ডাক বিভাগের সেবা নগদ ছাড়া অন্য কেউ ১০০০ টাকা ক্যাশ আউট চার্জ ফ্রি করেনি। নগদ ই ৩১২৬৭ টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ফার্মাসি ক্ষেত্রে সেটেলমেন্ট চার্জ শূন্য করে দিয়েছে। আর কোন কোম্পানি সেটেলমেন্ট চার্জ শুন্য করেনি।

আর একটি রাষ্ট্রীয় সেবার কথা বলি, টেলিটক। সরকারি মোবাইল অপারেটর সবার আগে ৮ জিবি ইন্টারনেট খরচ নামিয়ে এনেছে ৮৯ টাকায়। সরকারি কেরু কোম্পানি কোটি কোটি টাকা লাভের এলকোহল না বানিয়ে সব চেয়ে কম দামে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই তথ্য গুলো অনেকের অজানা। কারণ সরকার প্রচার নয় বরং তার সর্বশক্তি দিয়ে মানুষের সেবা নিশ্চিত করছে।

আমি নগদের প্রধান নির্বাহী হিসেবে সকল টিভি বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছি এবং সাধারণ মানুষের খরচ কমানোর জন্য এই বিজ্ঞাপনের সম্পূর্ণ বাজেট সেখানে ভূর্তুকি দিতে বলেছি।

আমার মতে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে ব্যবসা বাঁচবে। উন্নত বিশ্বের দেশগুলোতেও সরকারের পাশাপাশি সহায়তার হাত বাড়িতে দিচ্ছে বেসরকারি খাত ও এনজিওগুলো। আমি সকল মোবাইল অপারেটর এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান নির্বাহীকে অনুরোধ করবো এই দুর্যোগে আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আর কিছু না করতে পারলেও অন্তত আমাদের আগামী তিন মাসের বিজ্ঞাপনের বাজেটটা আমরা সেবার খরচ কমানোর জন্য ব্যায় করি। যাতে সাধরণ মানুষ একটু রেহাই পায়।

যে লড়াইয়ে আমরা আছি সেই লড়াইয়ে কোনো ‘আমরা’ ও ‘তারা’ নেই। এই লড়াই আমাদের সবার। বন্ধুরা, এখানে একা জেতার কোন সুযোগ নেই, আসুন এই সংকটময় পরিস্থিতির কাছে হার না মেনে আমরা সবাই মিলে জিতি, দেশকে রক্ষা করি দেশের মানুষকে রক্ষা করি।

এতক্ষণ যে মন্তব্যগুলো পড়ছিলেন তিনি হলেন তানবীর এ মিশুক প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নগদ।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108