নিউইয়র্কে করোনায় মারা গেলেন বাংলাদেশি তৃষাঃ রয়েছে ১৪ মাসের শিশু

0
502

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া

দূর্ঘটনা শোকসংবাদ বিভাগ

বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন হাওলাদারের নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসরত একমাত্র কন্যা তৃষা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ মার্চ মৃত্যুবরণ করেন।

পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া-তেলিপাড়ায়। তৃষার পুরো নাম আমিনা ইন্দালিব। জন্ম ১৯৮২ সালের ১৬ই জানুয়ারি, মুন্সীগঞ্জ জেলায়। স্বামী বোরহান চাকলাদার পেশায় উবার চালক।

নিউইয়র্কে জ্যামাইকাতে হাইল্যান্ড এভিনিউতে ছিল তার বসবাস। তিন সন্তানের মা তিনি। দুই মেয়ে ও এক ছেলে। কনিষ্ঠ কন্যার বয়স মাত্র চৌদ্দ মাস। বেশিদিন নয়, চার বছর ধরে তিনি বসবাস করছিলেন নিউইয়র্কে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তিনদিন পর তাকে সমাধিস্থ করা হয় লং আইল্যান্ডের কবরস্থানে। সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে ক্রেনের সাহায্যে সমাধিস্থ করা হয় তার মৃতদেহ। এমতাবস্থায় তার সর্ব কনিষ্ঠা ১৪ মাসের শিশু সন্তানটির প্রতিপালন নিয়েও দুঃশ্চিন্তা চলছে তার পরিবারে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108