পবিত্র জুমায় করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া

0
362

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া

ইসলাম ও র্ধম বিভাগ

সারা বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস থেকে রক্ষা পেতে দেশের সব মসজিদে মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের পর দোয়া-মোনাজাত করা হয়। করোনা ভাইরাস যেন এদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় দোয়া করেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

গতকাল থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে সারাদেশে। তার আগেই বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। জনচলাচল সীমিত রাখার জন্য এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জায়গায় জায়গায় টহল দিচ্ছে পুলিশ। এমন পরিস্থিতিতেও মসজিদে মসজিদে ছুটে গেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জীবন যেখানে আজ শঙ্কাময়। আগামী জুম্মায়কে কোথায় থাকবেন, কি পরিস্থিতিতে থাকবেন জানা নেই কারোর।

ইতিমধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ৪৮। তাই সারাবিশ্বের সকল মানুষকে যেন আল্লাহপাক হেফাজত করেন সে জন্য দোয়া করা হয়েছে মসজিদে মসজিদে। সেই সাথে ইতিমধ্যে যারা এই মহামারীতে ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আতংকিত না হয়ে তওবার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে এবং সরকারের নির্দেশনা সঠিকভাবে পালনের মাধ্যমে সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দিয়েছেন মসজিদের ইমামগণ।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108