প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
সারাবিশ্ব আজ কোভিড-১৯ এর কাছে অসহায়। এই ভাইরাসের কারণে আজ থমকে গেছে পুরো বিশ্ব। কোন সচেতনতাই হয়ত যথেষ্ট নয় করোনার হাত থেকে বাঁচার জন্যে। চীনের উহানে সর্বপ্রথম এই রোগের সংক্রমণ ঘটলেও, এই ভাইরাস দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। শুধু সাধারণ মানুষ নয়, করোনাভাইরাসে বিশ্বখ্যাত অনেক ব্যক্তিও আক্রান্ত হয়েছেন।
এই তালিকায় আছেন অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংক ও তার স্ত্রী রিতা উইলসন, কানাডার ফার্স্ট লেডি সোফি গ্রেগরি, স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভোর, ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস, নাইজেরিয়ান প্রধানমন্ত্রীর প্রধান স্টাফ অ্যাবা ক্যারি, মনাকোর রাজপুত আলবার্ট ২, ইউরোপীয় ইউনিয়নের প্রধান মাইকেল বার্নিয়ার, ব্রাজিলিয়ান মন্ত্রী বেন্টো অ্যালবুকোয়ের্ক, ব্রাজিলিয়ান নিরাপত্তা উপদেষ্টা অগাস্ট হেলেনো, পর্তুগিজ চেয়ারম্যান এন্টোনিও ভিয়েরা মন্টেইরো, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন, ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী নাদিনে ডোরিস, ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিসটার, ইরানের স্বাস্থ্য উপ মন্ত্রি ইরাজ হারিরচি, হলিউড অভিনেতা ইদ্রিস এলবা, জাপানের ফুটবল এসোসিয়েশনের প্রধান কোজো তাশিমা, জার্মানি রাজনীতিবিদ ফ্রেডরিক মার্জ প্রমুখ।
এছাড়াও যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের দুই কংগ্রেস সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারি, খনিজমন্ত্রী ওমারোউ ইদানি, শিক্ষামন্ত্রী স্ট্যানলিম ওউরাউ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিমিওন সোয়াদোগো করোনায় আক্রান্ত। বুরকিনা ফাসোতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও করোনায় আক্রান্ত হয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও ইতালির ফুটবলার পাওলো মালদিনি এবং আর্জেন্টাইন পাওলো দিবালা এই ভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ। ক্লাবটির আরেক সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো মার্তিন কভিড-১৯ এ পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড গায়িকা কনিকা কাপুরও।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108