ষার্টোধ বৃদ্ধ চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা হাতে নাতে ধরা (ছবিসহ দেখুন)

0
634

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

অনিয়ম ও অপরাধ বিভাগ

আমরাই হয়তো কারো বাবা, কারো ভাই, কারো দাদু, কারো বা আপনজন। সুযোগের অভাবে এই সমাজের প্রতিটা পুরুষই হয়তো ধর্ষক। এই বৃদ্ধ বয়সেও ৪ বছরের এই শিশুর শরীরে প্রতিও লুলুপ দৃষ্টি। মানুষ হিসেবে কতটা ভয়ংকর আমরা এটা চিন্তা করা দরকার।

সমগ্র বিশ্ব যখন করোনা ভাইরাসের সংক্রমণে ভীষণভাবে আতঙ্কিত তখনও কিছু পশুর লালসার চোখ এড়িয়ে যেতে পারেনা ছোট শিশুও। ৪ বছরের শিশুটির অপরাধ সে নারী। এই পুরুষসমাজ লালসার দৃষ্টিতে দেখে এই নারীকুলকে। ইন্ডিয়া বা পাকিস্তান কোথাকার ঘটনাটি তা এখনো জানা যায় নি। তবে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা গেছে ধর্ষক বৃদ্ধ লোকটি শিশু বাচ্চাটিকে বস্তা বিছিয়ে তার উপর শুইয়ে দেন। বৃদ্ধ লোকটি প্যান্ট খোলা পরনে শার্ট। তারপর তার উপর হামলে পরেন ধর্ষণের জন্য।

ঠিক তখনি সঠিক সময় ঘটনাস্থলে অন্য এক ব্যক্তির আগমন। ধর্ষক দ্রুত উঠে যায় এবং উঠার সময় পড়ে যান আতঙ্কে।

প্যান্ট পরে শিশুটিকেও প্যান্ট পরিয়ে নেয়।

মেয়েটির জীবন নারকীয়তা থেকে রক্ষা পায়। নয়তো এতক্ষণে ধর্ষণের হেডলাইনে থাকতে হতো শিশুটিকে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108