প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
রাজধানীর মগবাজারে হঠাৎ এফএম নিউজের ক্যামেরায় ধরা পড়ে একটি ভিন্ন চিত্র। ছবিতে দেখা যাচ্ছে একজন লোক রিকশায় কিছু নিম্ন আয়ের নারী পুরুষের মাঝে ৭/৮ কেজির প্যাকেটিং করা প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি বিতরণ করছেন। কে ঐ ব্যক্তি সেটা আমরা জানতে যাইনি কারণ পুলিশের কড়াকড়ি তার উপর ঐভদ্রলোক ভীড় এড়াতে আকস্মিকভাবে এবং চলন্ত অবস্থায় বিতরন করছেন। তবে দেখা গেছে যে, মাস্ক এবং গ্লাভস পরে তিনি সুবিধাবঞ্চিত মানুষকে দ্রব্যাদি বিতরণ করছেন।
কে বা কারা এটি মূল বিষয় না। যে যার মতো করে অনেকেই এই মহৎ কাজটি করছেন। সমাজের উচ্চ বিত্তদের মানুষদের উচিৎ সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। সবাই যদি দুস্থ ও গরীব এই মানুষগুলোর পাশে দাঁড়ায় তবে তারা চুরি-ডাকাতি বা খারাপ চিন্তায় নিমগ্ন হবে না। অন্যথায় জিবনের তাগীদে তারা চোর, ডাকাত বা ছিন্তাইকরী ইত্যাদি রুপে আমার আপনার সামনে এসে দাঁড়াবে। কারণ ক্ষুধা তাকে ভালো থাকতে দিবে না। তার সন্তানের ক্ষুদা তাকে নষ্ট হতে তাগাদা দিবে।
করোনা ভাইরাস মূলত হাঁচি ও কাঁশির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তাই সুরক্ষিত থাকতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এছাড়াও সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়ালে বাংলাদেশে খুব দ্রুত “করোনা” নামক এই দুর্যোগ মোকাবেলায় সচেষ্ট হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108